করোনা সংক্রমণ ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় আক্রান্ত ৭৬১ জন, মৃত ১
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণের গ্রাফ সামান্য কমেছে। গত ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৬১ জন। মৃত্যু হয়েছে ১ জনের। বর্ধমান পৌর এলাকায় ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২৯২ জন। ইতিমধ্যেই করোনা সংক্রমণ মোকাবিলায় আংশিক লকডাউন জারি হয়েছে। কোভিড বিধি সর্বতোভাবে বলবৎ রাখতে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে।
গত ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় করোনা পজিটিভ ৭৬২ জন। এরমধ্যে বর্ধমান পৌর এলাকার রয়েছেন ২৯২ জন। বাকিদের মধ্যে আউসগ্রাম ১ ব্লকে ১১ জন আউসগ্রাম ২ ব্লকে ১৭ জন, ভাতাড় ব্লকে ১৩ জন, বর্ধমান ১ ব্লকে ২৭ জন, বর্ধমান ২ ব্লকে ৫৬ জন, গলসি ১ ব্লকে ৪৩ জন, গলসি ২ ব্লকে ১২ জন, জামালপুর ব্লকে ২৭ জন, কালনা ১ ব্লকে ১৩ জন, কালনা ২ ব্লকে ১৩ জন, কাটোয়া ১ ব্লকে ১২ জন, কাটোয়া ২ ব্লকে ৯ জন, কেতুগ্রাম ১ ব্লকে ২০ জন, কেতুগ্রাম ২ ব্লকে ৯ জন, খন্ডঘোষ ব্লকে ১২ জন, মন্তেশ্বর ব্লকে ১৪ জন, মেমারি ১ ব্লকে ২৪ জন, মেমারি ২ ব্লকে ৫ জন, মঙ্গলকোট ব্লকে ১১ জন, পূর্বস্থলি ১ ব্লকে ১১ জন, পূর্বস্থলি ১ ব্লকে ১৭ জন রায়না ১ ব্লকে ৮ জন, রায়না ২ ব্লকে ৯ জন, দাঁইহাট পৌর এলাকায় ৩ জন গুসকরা পৌর এলাকায় ২ জন, কালনা পৌর এলাকায় ১০ জন, কাটোয়া পৌর এলাকায় ১৪ জন, মেমারি পৌর এলাকায় ১৫ জন এবং অন্য জেলা থেকে আসা ৩২ জনের রিপোর্ট পজিটিভ হয়েছে। সব মিলিয়ে করোনা অতিমারি পরিস্থিতি পূর্ব বর্ধমান জেলায় কিছুটা কমলেও আদপে পরিস্থিতি ভালো নয়। অধিকাংশ বাড়িতে জ্বর, সর্দিকাশি লেগেই রয়েছে। জেলায় আজ পর্যন্ত কোভিড আক্রান্তের হার ২৩.৬৮ শতাংশ। সাধারণ মানুষের কাছে অনুরোধ সকলে স্বাস্থ্য বিধি মেনে চলুন। সাবধানে থাকুন।