নারায়ণ দেবনাথের স্মরণানুষ্ঠান

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

নারায়ণ দেবনাথের স্মরণানুষ্ঠান


 

নারায়ণ দেবনাথের স্মরণানুষ্ঠান 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : প্রখ্যাত কার্টুনিস্ট ও শিশু সাহিত্যিক নারায়ণ দেবনাথ প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সাহিত্য সংস্কৃতি মহল। ১৮ জানুয়ারি চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শিশুদের কলকাকলি থেকে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। নারায়ণ দেবনাথের জীবনাবসানের খবরে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৮ জানুয়ারি মেমারি ১ পঞ্চায়েত সমিতি, ব্লক প্রশাসন এবং ব্লক কর্মী রিক্রিয়েশন ক্লাব এর পক্ষ থেকে বিডিও অফিসে তাঁর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস। পুষ্পার্ঘ‍্য দেন সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম, ডিইও শুভেন্দু সাঁই, বি আই ও, পিডিও, পাও সাহেব সহ ব্লকের সমস্ত বিভাগের আধিকারিকবৃন্দ ও কর্মীবৃন্দ। তাঁর ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে এক মিনিট নীরবতা পালন করে স্মৃতিচারণার মাধ‍্যমে তাঁর আত্মার শান্তি কামনা করা হয় ও পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানো হয়। স্মৃতিচারণায় নারায়ণবাবুর প্রয়াণে দেবেশ ঠাকুরের সদ‍্য লেখা কবিতা পাঠ করেন শুভেন্দু সাঁই।


Post a Comment

0 Comments