Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি পেল জাতীয় স্বীকৃতি


 

মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি পেল জাতীয় স্বীকৃতি


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মুকুটে যোগ হলো আরো একটি পালক। কন্যাশ্রী প্রকল্প অনেক আগেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এবার স্বীকৃতি পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কর্মসূচি দুয়ারে সরকার।  জাতীয় সম্মান পেল ‘‌দুয়ারে সরকার’‌। এই কর্মসূচিকে অ্যাওয়ার্ড অব এক্সেলেন্স ২০২১–এ সম্মান দিল কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া (‌‌সিএসআই)। ভারতে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে তৈরি হয়েছে এই অলাভজনক সংস্থা সিএসআই। সফটওয়্যার ডেভেলপার, বিজ্ঞানী, শিক্ষাবিদ, প্রজেক্ট ম্যানেজার মিলিয়ে সংস্থার সদস্য সংখ্যা ৯০ হাজারের বেশি। রাজ্যবাসীর দরজায় সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার জন্য তারা দিল এই স্বীকৃতি। উল্লেখ্য গত বিধানসভা নির্বাচনের আগে  ‘‌দুয়ারে সরকার’‌ কর্মসূচি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র কয়েক মাসের ব্যবধানে দুয়ারে সরকার কর্মসূচি পেল জাতীয় স্বীকৃতি।দুয়ারে সরকার কর্মসূচি পেল জাতীয় স্বীকৃতি।