করোনা সংক্রমণ ২৪ ঘন্টায় উদ্বেগজনক

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

করোনা সংক্রমণ ২৪ ঘন্টায় উদ্বেগজনক


 

করোনা সংক্রমণ ২৪ ঘন্টায় উদ্বেগজনক 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণসংক্রমণ এক লাফে উদ্বেগজনক জায়গায়।  মঙ্গলবার জেলায় করোনা সংক্রমণ সেঞ্চুরির দোরগোড়ায় ধাক্কা দিয়েছিল। এরপর গত ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় এক লাফে করোনা আক্রান্তের সংখ্যা ২২১ জন। বর্ধমান পৌর এলাকায় ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮৬ জন। স্বাভাবিকভাবেই পরিস্থিতি খুবই উদ্বেগজনক। রাজ্য সরকারের তরফে ১৫ থেকে ১৮ বয়সীদের টিকাকরণে বিশেষ জোর দেওয়া হয়েছে। তবে এখনও বহু মানুষ বেপরোয়া। চায়ের দোকানে, হাটে, বাজারে চোখ রাখলেই দেখা যাচ্ছে অনেকেরই মুখে মাস্ক নেই। যদিও পুলিশ যথেষ্ট সক্রিয়তার সঙ্গে কাজ করে চলেছে। সাধারণ মানুষকে সচেতন করার সঙ্গে গ্রেপ্তারও করছে। 

গত ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় করোনা পজিটিভ ২২১ জন।  এরমধ্যে বর্ধমান পৌর এলাকার রয়েছেন ৮৬ জন। বাকিদের মধ্যে আউসগ্রাম ১ ব্লকে ২ জন আউসগ্রাম ২ ব্লকে ২ জন, ভাতাড় ব্লকে ২০ জন, বর্ধমান ১ ব্লকে ২০ জন, বর্ধমান ২ ব্লকে ৪ জন, গলসি ১ ব্লকে ৬ জন, গলসি ২ ব্লকে ১ জন, জামালপুর ব্লকে ২ জন, কালনা ১ ব্লকে ৪ জন, কালনা ব্লকে ২ জন, কেতুগ্রাম ১  ব্লকে ১ জন, কেতুগ্রাম ২ ব্লকে ৩ জন, কাটোয়া ১ ব্লকে ১ জন, কাটোয়া ২ ব্লকে ২ জন, খন্ডঘোষ ব্লকে ২ জন,  কাটোয়া পৌর এলাকায় ৫ জন, মন্তেশ্বর ব্লকে ৫ জন, মেমারি পৌর এলাকায় ৭ জন, মঙ্গলকোট ব্লকে ৩ জন, মেমারি ১ ব্লকে ৫ জন, মেমারি ২ ব্লকে ২ জন, পূর্বস্থলি ১ ব্লকে ১ জন, রায়না ১ ব্লকে ৫ জন, রায়না ২ ব্লকে ২ জন,  কাটোয়া পৌর এলাকায় ৬ জন, দাঁইহাট পৌর এলাকায় ১ জন গুসকরা পৌর এলাকায় ২ জন, কালনা পৌর এলাকায় ৬ জন এবং অন্য জেলা থেকে আসা ২২ জনের রিপোর্ট পজিটিভ হয়েছে। সব মিলিয়ে করোনা অতিমারি পরিস্থিতি পূর্ব বর্ধমান জেলায় ক্রমশঃ খারাপ হচ্ছে। অনেকটাই বেড়েছে। জেলায় আজ পর্যন্ত কোভিড এ্যাকটিভ পেসেন্টের সংখ্যা ৫০৩ জন। 

সাধারণ মানুষের কাছে অনুরোধ সকলে স্বাস্থ্য বিধি মেনে চলুন। সাবধানে থাকুন।


Post a Comment

0 Comments