চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # বাংলার চিকিৎসক উজ্জ্বল পোদ্দার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরার তালিকায় #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

সড়ক দুর্ঘটনা রুখতে সচেতনতামূলক র‌্যালি


 

সড়ক দুর্ঘটনা রুখতে সচেতনতামূলক র‌্যালি 


কাজল মিত্র, আসানসোল :  সড়ক দুর্ঘটনা রুখতে এবং  কমিয়ে আনার উদেশ্য নিয়ে পশ্চিমবঙ্গ সরকার মোটর সাইকেল চালানোর নিয়মের অধীনে ট্রাফিক লঙ্ঘনে জরিমানা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার এই তথ্য  বিজ্ঞপ্তির মাধ্যমে সকলের প্রতি জানানো হয়। লাইসেন্স ছাড়া গাড়ি চালালে এখন থেকে ৫০০ টাকার পরিবর্তে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে। ৪০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে, যা আগে ছিল ৪০০ টাকা। যারা নিয়ম লঙ্ঘন করবে তাদের জরিমানা করা হবে। ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে। এই পরিপ্রেক্ষিতে কুলটি থানা সেফ ড্রাইভ সেভ লাইফ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজনে ট্রাফিক গার্ডের পক্ষ থেকে একটি বাইক র‌্যালির আয়োজন করা হয়। 

ই র‌্যালিটি কুলটি ক্লাব হয়ে থানা মোড় হয়ে নিয়ামতপুরে গিয়ে জনগণকে যানজট সম্পর্কে সচেতন করে। এই অনুষ্ঠানে কুলটি ট্রাফিক প্রভারি ইমতিয়াজুল হক বলেন, গাড়ি চালানোর সময় নিয়ম মেনে হেলমেট পরে বাইক চালানোর সময় সাবধানে বাইক চালাতে হবে। যাতে কেউ ট্রাফিক নিয়ম লঙ্ঘন না করেন, যাতে আপনি নিজেকে নিরাপদ রাখতে পারেন, এই অনুষ্ঠানে কুলটি ট্রাফিক গার্ড সহ  সিভিক ভলান্টিয়ারের আরো কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Post a Comment

0 Comments