Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

সড়ক দুর্ঘটনা রুখতে সচেতনতামূলক র‌্যালি


 

সড়ক দুর্ঘটনা রুখতে সচেতনতামূলক র‌্যালি 


কাজল মিত্র, আসানসোল :  সড়ক দুর্ঘটনা রুখতে এবং  কমিয়ে আনার উদেশ্য নিয়ে পশ্চিমবঙ্গ সরকার মোটর সাইকেল চালানোর নিয়মের অধীনে ট্রাফিক লঙ্ঘনে জরিমানা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার এই তথ্য  বিজ্ঞপ্তির মাধ্যমে সকলের প্রতি জানানো হয়। লাইসেন্স ছাড়া গাড়ি চালালে এখন থেকে ৫০০ টাকার পরিবর্তে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে। ৪০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে, যা আগে ছিল ৪০০ টাকা। যারা নিয়ম লঙ্ঘন করবে তাদের জরিমানা করা হবে। ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে। এই পরিপ্রেক্ষিতে কুলটি থানা সেফ ড্রাইভ সেভ লাইফ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজনে ট্রাফিক গার্ডের পক্ষ থেকে একটি বাইক র‌্যালির আয়োজন করা হয়। 

ই র‌্যালিটি কুলটি ক্লাব হয়ে থানা মোড় হয়ে নিয়ামতপুরে গিয়ে জনগণকে যানজট সম্পর্কে সচেতন করে। এই অনুষ্ঠানে কুলটি ট্রাফিক প্রভারি ইমতিয়াজুল হক বলেন, গাড়ি চালানোর সময় নিয়ম মেনে হেলমেট পরে বাইক চালানোর সময় সাবধানে বাইক চালাতে হবে। যাতে কেউ ট্রাফিক নিয়ম লঙ্ঘন না করেন, যাতে আপনি নিজেকে নিরাপদ রাখতে পারেন, এই অনুষ্ঠানে কুলটি ট্রাফিক গার্ড সহ  সিভিক ভলান্টিয়ারের আরো কর্মকর্তারা উপস্থিত ছিলেন।