Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সড়ক দুর্ঘটনা রুখতে সচেতনতামূলক র‌্যালি


 

সড়ক দুর্ঘটনা রুখতে সচেতনতামূলক র‌্যালি 


কাজল মিত্র, আসানসোল :  সড়ক দুর্ঘটনা রুখতে এবং  কমিয়ে আনার উদেশ্য নিয়ে পশ্চিমবঙ্গ সরকার মোটর সাইকেল চালানোর নিয়মের অধীনে ট্রাফিক লঙ্ঘনে জরিমানা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার এই তথ্য  বিজ্ঞপ্তির মাধ্যমে সকলের প্রতি জানানো হয়। লাইসেন্স ছাড়া গাড়ি চালালে এখন থেকে ৫০০ টাকার পরিবর্তে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে। ৪০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে, যা আগে ছিল ৪০০ টাকা। যারা নিয়ম লঙ্ঘন করবে তাদের জরিমানা করা হবে। ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে। এই পরিপ্রেক্ষিতে কুলটি থানা সেফ ড্রাইভ সেভ লাইফ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজনে ট্রাফিক গার্ডের পক্ষ থেকে একটি বাইক র‌্যালির আয়োজন করা হয়। 

ই র‌্যালিটি কুলটি ক্লাব হয়ে থানা মোড় হয়ে নিয়ামতপুরে গিয়ে জনগণকে যানজট সম্পর্কে সচেতন করে। এই অনুষ্ঠানে কুলটি ট্রাফিক প্রভারি ইমতিয়াজুল হক বলেন, গাড়ি চালানোর সময় নিয়ম মেনে হেলমেট পরে বাইক চালানোর সময় সাবধানে বাইক চালাতে হবে। যাতে কেউ ট্রাফিক নিয়ম লঙ্ঘন না করেন, যাতে আপনি নিজেকে নিরাপদ রাখতে পারেন, এই অনুষ্ঠানে কুলটি ট্রাফিক গার্ড সহ  সিভিক ভলান্টিয়ারের আরো কর্মকর্তারা উপস্থিত ছিলেন।