Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পুর ভোটের প্রচারে পাঁচ জনের বেশি নয়


 

পুর ভোটের প্রচারে পাঁচ জনের বেশি নয় 


কাজল মিত্র, আসানসোল : পুর ভোটের প্রচারে পাঁচ জনের বেশি নয়। আসানসোল পুর নিগমের নির্বাচনী প্রচারে এমনটাই সিদ্ধান্ত নিল শাসক দল তৃণমূল কংগ্রেস। আসানসোল পুর নিগমের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ১০৬ জন প্রার্থীকে একত্রিত করে এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী তথা উত্তর বিধানসভার বিধায়ক মলয় ঘটক। শনিবার এই বৈঠক আয়োজিত হয় আসানসোল উত্তর বিধানসভা এলাকার কল্যানপুর শুভম হলে। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা বিধায়ক বিধান উপাধ্যায়, সহ উজ্জ্বল চ্যাটার্জী, বিধায়ক নরেন চক্রবতী'রা। ভোট রণকৌশল করতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে এবং প্রার্থীদের মনোবল চাঙ্গা করতেই এমন উদ্যোগ। মন্ত্রী মলয় ঘটক বলেন, কোভিড  গাইডলাইন মেনেই প্রার্থীদের প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাঁচ জনের বেশী কর্মী নিয়ে প্রচার করতে মানা করা হয়েছে।  ওর্য়াডে ওর্য়াডে স্ট্রীট কর্নার করার সিন্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান যে পরিস্থিতি সেই  অনুযায়ী দল সিদ্ধান্ত নেবে কে আসবে কে  আসবে না প্রচারে।