Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পুর ভোটের প্রচারে পাঁচ জনের বেশি নয়


 

পুর ভোটের প্রচারে পাঁচ জনের বেশি নয় 


কাজল মিত্র, আসানসোল : পুর ভোটের প্রচারে পাঁচ জনের বেশি নয়। আসানসোল পুর নিগমের নির্বাচনী প্রচারে এমনটাই সিদ্ধান্ত নিল শাসক দল তৃণমূল কংগ্রেস। আসানসোল পুর নিগমের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ১০৬ জন প্রার্থীকে একত্রিত করে এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী তথা উত্তর বিধানসভার বিধায়ক মলয় ঘটক। শনিবার এই বৈঠক আয়োজিত হয় আসানসোল উত্তর বিধানসভা এলাকার কল্যানপুর শুভম হলে। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা বিধায়ক বিধান উপাধ্যায়, সহ উজ্জ্বল চ্যাটার্জী, বিধায়ক নরেন চক্রবতী'রা। ভোট রণকৌশল করতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে এবং প্রার্থীদের মনোবল চাঙ্গা করতেই এমন উদ্যোগ। মন্ত্রী মলয় ঘটক বলেন, কোভিড  গাইডলাইন মেনেই প্রার্থীদের প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাঁচ জনের বেশী কর্মী নিয়ে প্রচার করতে মানা করা হয়েছে।  ওর্য়াডে ওর্য়াডে স্ট্রীট কর্নার করার সিন্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান যে পরিস্থিতি সেই  অনুযায়ী দল সিদ্ধান্ত নেবে কে আসবে কে  আসবে না প্রচারে।