চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # বাংলার চিকিৎসক উজ্জ্বল পোদ্দার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরার তালিকায় #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

পুর ভোটের প্রচারে পাঁচ জনের বেশি নয়


 

পুর ভোটের প্রচারে পাঁচ জনের বেশি নয় 


কাজল মিত্র, আসানসোল : পুর ভোটের প্রচারে পাঁচ জনের বেশি নয়। আসানসোল পুর নিগমের নির্বাচনী প্রচারে এমনটাই সিদ্ধান্ত নিল শাসক দল তৃণমূল কংগ্রেস। আসানসোল পুর নিগমের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ১০৬ জন প্রার্থীকে একত্রিত করে এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী তথা উত্তর বিধানসভার বিধায়ক মলয় ঘটক। শনিবার এই বৈঠক আয়োজিত হয় আসানসোল উত্তর বিধানসভা এলাকার কল্যানপুর শুভম হলে। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা বিধায়ক বিধান উপাধ্যায়, সহ উজ্জ্বল চ্যাটার্জী, বিধায়ক নরেন চক্রবতী'রা। ভোট রণকৌশল করতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে এবং প্রার্থীদের মনোবল চাঙ্গা করতেই এমন উদ্যোগ। মন্ত্রী মলয় ঘটক বলেন, কোভিড  গাইডলাইন মেনেই প্রার্থীদের প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাঁচ জনের বেশী কর্মী নিয়ে প্রচার করতে মানা করা হয়েছে।  ওর্য়াডে ওর্য়াডে স্ট্রীট কর্নার করার সিন্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান যে পরিস্থিতি সেই  অনুযায়ী দল সিদ্ধান্ত নেবে কে আসবে কে  আসবে না প্রচারে।


Post a Comment

0 Comments