Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ক্ষমা চেয়ে নিলেন কবীর সুমন


 

ক্ষমা চেয়ে নিলেন কবীর সুমন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : অবশেষে ক্ষমা চাইলেন কবীর সুমন। আসলে সোজা কথা সোজা ভাবে না বলে ঘুরিয়ে নাক দেখালেন। রবিবার তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, "ভেবে দেখলাম সে দিন টেলিফোনে এক সহনাগরিককে যে গাল দিয়েছিলাম, সেটা সুশীল সমাজের নিরিখে গর্হিত কাজ।" যদিও তিনি ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কথাই লিখেছেন। 

গত দু'দিন আগেই কবীর সুমন রিপাবলিক বাংলার সাংবাদিক বিট্টু রায়চৌধুরীর সঙ্গে ফোনে কথোপকথনের সময় অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন। এরপর তাঁর এই অশালীন কথাবার্তায় সোশ্যাল মিডিয়ায় ধিক্কারের ঝড় ওঠে। সাংবাদিকের প্রতি কবীর সুমনের অশ্লীল ভাষা প্রয়োগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সাংবাদিক সংগঠন ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এর পূর্ব বর্ধমান জেলা শাখা  বর্ধমান কার্জন গেট চত্বরে ধিক্কার সভা করে। সাংবাদিক সংগঠনের সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখার মাধ্যমে তীব্র ভাষায় ধিক্কার জানান শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, আইনজীবী, চিকিৎসক, সমাজকর্মী, সাংবাদিক সহ বিভিন্ন পেশার বিশিষ্ট জনেরা। শেষ পর্যন্ত ফেসবুকের মাধ্যমে  ক্ষমা চেয়ে নিলেন কবীর সুমন।