Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করোনা সংক্রমণে পূর্ব বর্ধমানে আক্রান্ত ৫৯১ জন, মৃত ১


 

করোনা সংক্রমণে পূর্ব বর্ধমানে আক্রান্ত ৫৯১ জন, মৃত ১ 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণের গ্রাফ কিছুটা নিম্নমুখী।  সরকারি তথ্য অনুযায়ী আজ সন্ধ্যা ৭ টা পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৯১ জন। বর্ধমান পৌর এলাকায় আক্রান্ত হয়েছেন ১৮৫ জন। তবে মৃত্যু হয়েছে ১ জনের। সরকারি তথ্য অনুযায়ী ২০২২ সালে করোনা সংক্রমণে এটি তৃতীয় মৃত্যু। সব মিলিয়ে সরকারি হিসেবে পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণে এখন পর্যন্ত ৪৯৮ জন প্রদান হারিয়েছেন। তবে এই মুহূর্তে সুস্থতার হার ৯২.৭৪ শতাংশ। 

প্রতিটি ব্লক ও পৌরসভা এলাকায় কম বেশি সংক্রমণ ছড়িয়েছে। তবে এই মুহূর্তে শহরের প্রতিটি এলাকায় অধিকাংশ বাড়িতে জ্বর, সর্দিকাশি লেগে রয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে পূর্ব বর্ধমান জেলায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ২৪ ঘন্টার জন্য কল সেন্টার চালু করা হয়েছে। হাসপাতালে ভর্তি সংক্রান্ত তথ্য, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, অক্সিজেন পরিষেবা এই সমস্ত বিষয়ে জানা যাবে। 

পূর্ব বর্ধমান জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ফোন নম্বর গুলো হলো --

৯৮৮৩৫৩৭৩৯৭

৯৮৮৩৬৬১১৯৯

৬২৯৬১৮০৮৮৫

৮২৫০৭৬৫৬৬৯