করোনা সংক্রমণে পূর্ব বর্ধমানে আক্রান্ত ৫৯১ জন, মৃত ১

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

করোনা সংক্রমণে পূর্ব বর্ধমানে আক্রান্ত ৫৯১ জন, মৃত ১


 

করোনা সংক্রমণে পূর্ব বর্ধমানে আক্রান্ত ৫৯১ জন, মৃত ১ 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণের গ্রাফ কিছুটা নিম্নমুখী।  সরকারি তথ্য অনুযায়ী আজ সন্ধ্যা ৭ টা পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৯১ জন। বর্ধমান পৌর এলাকায় আক্রান্ত হয়েছেন ১৮৫ জন। তবে মৃত্যু হয়েছে ১ জনের। সরকারি তথ্য অনুযায়ী ২০২২ সালে করোনা সংক্রমণে এটি তৃতীয় মৃত্যু। সব মিলিয়ে সরকারি হিসেবে পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণে এখন পর্যন্ত ৪৯৮ জন প্রদান হারিয়েছেন। তবে এই মুহূর্তে সুস্থতার হার ৯২.৭৪ শতাংশ। 

প্রতিটি ব্লক ও পৌরসভা এলাকায় কম বেশি সংক্রমণ ছড়িয়েছে। তবে এই মুহূর্তে শহরের প্রতিটি এলাকায় অধিকাংশ বাড়িতে জ্বর, সর্দিকাশি লেগে রয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে পূর্ব বর্ধমান জেলায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ২৪ ঘন্টার জন্য কল সেন্টার চালু করা হয়েছে। হাসপাতালে ভর্তি সংক্রান্ত তথ্য, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, অক্সিজেন পরিষেবা এই সমস্ত বিষয়ে জানা যাবে। 

পূর্ব বর্ধমান জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ফোন নম্বর গুলো হলো --

৯৮৮৩৫৩৭৩৯৭

৯৮৮৩৬৬১১৯৯

৬২৯৬১৮০৮৮৫

৮২৫০৭৬৫৬৬৯


Post a Comment

0 Comments