করোনা সংক্রমণে পূর্ব বর্ধমানে ৫ জনের মৃত্যু, ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৫৩ জন

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

করোনা সংক্রমণে পূর্ব বর্ধমানে ৫ জনের মৃত্যু, ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৫৩ জন


 

করোনা সংক্রমণে পূর্ব বর্ধমানে ৫ জনের মৃত্যু, ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৫৩ জন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণের গ্রাফ গত এক সপ্তাহ ধরে ওঠানামা করছে।  গত ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণে ৫ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৫৩ জন। তবে করোনার তৃতীয় ঢেউয়ে পূর্ব বর্ধমান জেলায় এই জানুয়ারি মাসেই ১৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য আধিকারিকরা বলছেন সাধারণ মানুষ যথাযত ভাবে সরকারি নির্দেশিকা ও কোভিড বিধি মেনে চললে খুব তাড়াতাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। 

গত ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় করোনা পজিটিভ ৫৫৩ জন। এরমধ্যে বর্ধমান পৌর এলাকার রয়েছেন ১১১ জন। বাকিদের মধ্যে আউসগ্রাম ১ ব্লকে ১০ জন আউসগ্রাম ২ ব্লকে ২৫ জন, ভাতাড় ব্লকে ৩৫ জন, বর্ধমান ১ ব্লকে ১৫ জন, বর্ধমান ২ ব্লকে ১৪ জন, গলসি৪ ১ ব্লকে ১৮ জন, গলসি ২ ব্লকে ৩ জন, জামালপুর ব্লকে ৮ জন, কালনা ১ ব্লকে ২৫ জন, কালনা ২ ব্লকে ১৪ জন, কাটোয়া ১ ব্লকে ২৩ জন, কাটোয়া ২ ব্লকে ১৫ জন, কেতুগ্রাম ১  ব্লকে ৩৪ জন, কেতুগ্রাম ২ ব্লকে ১৪ জন,  খন্ডঘোষ ব্লকে ১৭ জন, মন্তেশ্বর ব্লকে ২৩ জন,  মেমারি ১ ব্লকে ১০ জন, মেমারি ২ ব্লকে ২৯ জন, মঙ্গলকোট ব্লকে ৮ জন, পূর্বস্থলি ১ ব্লকে ৫ জন, পূর্বস্থলি ১ ব্লকে ১০ জন  রায়না ১ ব্লকে ১৬ জন, রায়না ২ ব্লকে ৯ জন,   দাঁইহাট পৌর এলাকায় ৪ জন গুসকরা পৌর এলাকায় ১ জন, কালনা পৌর এলাকায় ২ জন, কাটোয়া পৌর এলাকায় ১৬ জন, মেমারি পৌর এলাকায় ১০ জন এবং অন্য জেলা থেকে আসা ২৯ জনের রিপোর্ট পজিটিভ হয়েছে। 



Post a Comment

0 Comments