পূর্ব বর্ধমানে করোনা সংক্রমণের গ্রাফ নামছে, ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৯২ জন
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণের গ্রাফ ধীরে ধীরে নামছে। গত ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় কোনও মৃত্যু হয় নি। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা দেড়শো জনের বেশি কমেছে। পূর্ব বর্ধমান জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৯২ জন। স্বাস্থ্য আধিকারিকরা বলছেন সাধারণ মানুষ যথাযত ভাবে সরকারি নির্দেশিকা ও কোভিড বিধি মেনে চললে খুব তাড়াতাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।
গত ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় করোনা পজিটিভ ৫৯২ জন। অর্থাৎ গতকালের থেকে ১৫৫ জন কম। তবে বর্ধমান পৌর এলাকায় ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১৭৩ জন। জেলায় বাকিদের মধ্যে আউসগ্রাম ১ ব্লকে ১৭ জন আউসগ্রাম ২ ব্লকে ৬ জন, ভাতাড় ব্লকে ১৮ জন, বর্ধমান ১ ব্লকে ২৩ জন, বর্ধমান ২ ব্লকে ২২ জন, গলসি ১ ব্লকে ২৪ জন, গলসি ২ ব্লকে ৯ জন, জামালপুর ব্লকে ২৪ জন, কালনা ১ ব্লকে ২৯ জন, কালনা ২ ব্লকে ৪ জন, কাটোয়া ১ ব্লকে ২২ জন, কাটোয়া ২ ব্লকে ১০ জন, কেতুগ্রাম ১ ব্লকে ৬ জন, কেতুগ্রাম ২ ব্লকে ৩ জন, খন্ডঘোষ ব্লকে ১৫ জন, মন্তেশ্বর ব্লকে ১২ জন, মেমারি ১ ব্লকে ১২ জন, মেমারি ২ ব্লকে ১২ জন, মঙ্গলকোট ব্লকে ১২ জন, পূর্বস্থলি ১ ব্লকে ২১ জন, পূর্বস্থলি ১ ব্লকে ২৬ জন রায়না ১ ব্লকে ৪ জন, রায়না ২ ব্লকে ৮ জন, দাঁইহাট পৌর এলাকায় ৩ জন গুসকরা পৌর এলাকায় ৯ জন, কালনা পৌর এলাকায় ১৬ জন, কাটোয়া পৌর এলাকায় ৬ জন, মেমারি পৌর এলাকায় ৬ জন এবং অন্য জেলা থেকে আসা ৪০ জনের রিপোর্ট পজিটিভ হয়েছে। জেলায় আজ পর্যন্ত কোভিড আক্রান্তের হার ২৩.৬৮ শতাংশ।