মেরুদন্ডের জটিল চিকিৎসায় দৃষ্টান্ত স্থাপন
জগন্নাথ ভৌমিক, বর্ধমান
সংবাদ প্রভাতী, ২৮ জানুয়ারি ২০২২
উপস্থিত ছিলেন বিশিষ্ট অস্থি বিশেষজ্ঞ সার্জেন তথা কিমস্ এর ম্যানেজিং ডিরেক্টর ডাঃ দেবব্রত ব্যানার্জী, রাজ্যের স্বাস্থ্য প্রশাসনে দক্ষ আধিকারিক ডাঃ বিজয় প্রসাদ মুখোপাধ্যায়, প্রখ্যাত স্পাইন সার্জেন ডাঃ সৈকত সরকার, বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ নাসিমা খন্দেকার সহ অন্যান্য চিকিৎসকরা।
স্পাইনাল সার্জারি হয়েছে এমন চল্লিশ জনকে এদিনের অনুষ্ঠানে উপস্থাপিত করেন ডাঃ সৈকত সরকার। এদের মধ্যে কয়েকজনকে এক সময়ে স্ট্রেচারে করে কিমস এ নিয়ে আসা হয়েছিল। যাঁরা ভেবেছিলেন আর কোনও দিন হাঁটতে পারবেন না। কিন্তু অপারেশনের পর আজ প্রত্যেকে হেঁটে চলে জীবনের স্বাভাবিক ছন্দে ফিরেছেন। তাইতো ডাঃ সৈকত সরকার গর্বের সাথে বলেন " আমরা মেরুদণ্ড সোজা রাখি"।
এদিন বক্তব্য রাখতে গিয়ে কল্যাণী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এর ম্যানেজিং ডিরেক্টর ডাঃ দেবব্রত ব্যানার্জী হাসপাতাল গড়ে তোলার প্রেক্ষাপট সকলের সামনে তুলে ধরেন। এক সময়ে তিনি অন্য রাজ্যে গিয়ে লক্ষ্য করেছেন বাংলার মানুষ চিকিৎসার জন্য হন্যে হয়ে কি ভাবে ছোটাছুটি করছেন। একজন চিকিৎসক হিসেবে লজ্জাবোধ হতো। তখন থেকেই ভাবনা শুরু। ডাঃ ব্যানার্জী বলেন, আজ তিনি গর্বিত। মাত্র সাড়ে তিন বছর হলো কল্যানী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স গড়ে তোলা সম্ভব হয়েছে। এরই মধ্যে বিপুল সম্ভাবনা ও সাফল্যে আজ পূর্ব বর্ধমান সহ বাংলার মুখ উজ্জ্বল করেছে কল্যানী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স।
0 Comments