ইষ্টবেঙ্গল ফ্যানস ক্লাবের ব্যবস্থাপনায় বিনামূল্যে স্বাস্থ্য শিবির
কাজল মিত্র, চিত্তরঞ্জন : ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবসের দিনেই ইষ্টবেঙ্গল ফ্যানস ক্লাব চিত্তরঞ্জনের ব্যবস্থাপনায় জিৎপুর গ্রামে একটি বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। ওই শিবিরে সম্পূর্ণ বিনামূল্যে ঔষধ, স্যানিটাইজার, মাস্ক বিতরণ করা হয়। এছাড়া ৩৫ জন গরীব পরিবারকে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিৎপুর উত্তরামপুর পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরী, উপপ্রধান বন্দনা মন্ডল এবং অন্যান্য পঞ্চায়েত সদস্যগন। তাছাড়া শিবিরে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন ডাঃ অভিজিৎ নাগ এবং বিয়াস মন্ডল (সি এইচ ও ঘিয়াডোবা)। এই শিবিরে প্রায় ১১২ জনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
এছাড়াও ইষ্টবেঙ্গল ফ্যানস ক্লাবের তরফে দীপঙ্কর মিত্র, অঙ্কুর চ্যাটার্জী, উত্তম ধর, সুদীপ্ত দে, জয়দীপ দে, দেবর্ষি চৌধুরী, শুভ চক্রবর্তী, শ্যামা ঘোষ, মৌ মজুমদার, মনীষ শ্রীবাস্তব উপস্থিত ছিলেন।