Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিয়ের প্রীতিভোজ উপলক্ষ্যে রক্তদান শিবির


 

বিয়ের প্রীতিভোজ উপলক্ষ্যে রক্তদান শিবির 


অতনু হাজরা, জামালপুর : কথায় আছে 'আপনি আচরি ধর্ম অপরে শেখাও'। এই প্রবাদের স্বার্থক প্রয়োগ ঘটালেন পূর্ব বর্ধমান জেলার জামালপুরের পাড়াতল গ্রামের 'আকাশ' স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি অয়ন চক্রবর্তী। আকাশ সংগঠনের হয়ে একাধিক সামাজিক কাজের যিনি কারিগর। শুধু তিনিই নয় তাঁর পুরো ব্যাটেলিয়ন সব সময় হাজির অয়ন'দার ডাকে। কখনো বন্যাবিধ্বস্তদের পাশে ত্রান নিয়ে, কখনো যশ বা আমফানে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে, আবার কখনো অনুষ্ঠান বাড়ির বেঁচে যাওয়া খাবার নিয়ে পৌঁছে যায় ব্লকের বিভিন্ন প্রান্তে অসহায় মানুষদের হাতে তুলে দেবার জন্য, সব সময় হাজির টিম আকাশ। তাঁরা বলেন 'আকাশ পরিবার'। একদিকে তার বাবা দীর্ঘদিন অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, নিজের সংসার চালানো তার উপর। তবুও আকাশের কাজ দিব্যি হাসি মুখে সামলাচ্ছেন অয়ন। সংসার জীবনে সবে প্রবেশ করেছে। আজ তার বিয়ের প্রীতিভোজ। 

সেই উপলক্ষ্যেই তিনি নিজের বাড়িতে আয়োজন করলেন রক্তদান শিবির। তিনি নিজে তো রক্ত দিলেনই তাঁর সাথে তাঁর পরিবারের লোকজন ও আকাশ সংগঠনের সদস্যরাও রক্ত দিলেন। মোট ৩০ জন আজ রক্ত দেন এবং সেই সংগৃহিত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের হাতে। অয়ন বাবু জানান তাঁদের এই আকাশ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে তো বটেই জেলার বাইরেও অনেক জায়গায় যেখানেই কেউ অসুবিধায় পড়েছেন রক্তের জন্য তা সে যে গ্রুপেরই হোক না কেন তাঁদের সংগঠনের সদস্য গিয়ে হাজির হাসপাতালে। সাথে সাথেই মুশকিল আসান। অয়ন বাবুদের এই কাজ বিভিন্ন প্রশাসনিক মহলেও সুখ্যাতি পাচ্ছে। তিনি নিজের বিয়ের অনুষ্ঠানে রক্তদান শিবির করে রক্তদানের গুরুত্ব সকলের কাছে তুলে ধরলেন। তাঁর আগামী দাম্পত্য জীবন সুখের ও আনন্দের হোক এই শুভ কামনা রইলো সংবাদ প্রভাতী'র পক্ষ থেকেও।