সুভাষ উৎসব উদযাপন জামালপুরে

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

সুভাষ উৎসব উদযাপন জামালপুরে


 

সুভাষ উৎসব উদযাপন জামালপুরে 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার  জামালপুর ব্লক অফিসে পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সহযোগিতায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীতে সুভাষ উৎসব উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, বিডিও শুভঙ্কর মজুমদার, জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দেবু হেমব্রম, যুব আধিকারিক সমরেশ দেবনাথ ও অনুপম চ্যাটার্জী সহ ব্লকের অন্যান্য কর্মীরা। প্রথমেই ব্লক অফিস থেকে কোভিড বিধি মেনে পুলমাথা পর্যন্ত ট্যাবলো সহযোগে পদযাত্রা করা হয়। পরে পঞ্চায়েত সমিতির মিটিং হলে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। নেতাজির ছবিতে মাল্যদান করেন বিধায়ক সহ অন্যান্যরা গুণী মানুষেরা।

অন্যদিকে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে নেতাজীর জন্মবার্ষিকী যথাযত মর্য্যাদায় পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজি সুভাষচন্দ্র বসু'র প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, টিএমসিপি'র জামালপুর ব্লক সভাপতি বিট্টু মল্লিক সহ অন্যান্যরা।


Post a Comment

0 Comments