ব্লক তৃণমূল কংগ্রেসের কম্বল বিতরণ

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

ব্লক তৃণমূল কংগ্রেসের কম্বল বিতরণ



 

ব্লক তৃণমূল কংগ্রেসের কম্বল বিতরণ 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার  জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ কম্বল বিতরণ কর্মসূচির সূচনা হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়ক অলোক কুমার মাঝির বিধায়ক কোটা থেকে এই কম্বল বিতরণ করা হবে। তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লকের সভাপতি মেহেমুদ খান ও   যুব সভাপতি ভুতনাথ মালিক ব্লক পার্টি অফিস থেকে এই কর্মসূচির শুভ সূচনা করেন। মেহেমুদ খান জানান, প্রতিবছরই তাঁরা এই কম্বল বিতরণ কর্মসূচি করে থাকেন। এবারেও তাঁরা বড় আকারেই একটি অনুষ্ঠান করে প্রায় ১৫০০০ কম্বল বিলি করবেন বলে ঠিক করেছিলেন কিন্তু করোনা সংক্রমণের কারণে তা বাতিল করে ব্লকের প্রতিটি  অঞ্চলের প্রতিটি গ্রামের প্রতিটি বুথে ১৫ টি করে কম্বল বিতরণ করার সিদ্ধান্ত নেন। সেই মোতাবেক আজ চকদিঘী অঞ্চল থেকে সেই কাজ শুরু হলো। চকদিঘী পঞ্চায়েতের ১৯ টি বুথের অসহায় সাধারণ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। 

আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ব্লকের যুব সভাপতি ভুতনাথ মালিক, জয়হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ তাবারক আলী মন্ডল, ডা: প্রতাপ রক্ষিত, সাহাবুদ্দিন শেখ, শেখ মির্জা, লাল্টু পাত্র, অঞ্জন মুখার্জী, মিঠু পাল সহ ব্লকের ও অঞ্চলের বিভিন্ন নেতৃত্ব। কোভিড বিধি মেনেই মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। আজকের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ব্লকের যুব সভাপতি ভুতনাথ মালিক। তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়কের সাহায্যে তাঁরা ব্লকের ১৫ হাজার অসহায় মানুষের হাতে কম্বল তুলে দিতে পারবেন। তিনি আরো জানান, তাঁরা পরিযায়ী নেতা নন তাঁরা সর্বদাই মানুষের পাশে থেকেছেন এবং আগামীতেও তাঁরাই সাধারন মানুষের পাশে দাঁড়াবেন। তিনি উপস্থিত মানুষদের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন। এরপর অন্যান্যদিনে ব্লক সভাপতি, এম এল এ সহ নেতৃত্বের উপস্থিতিতে অন্যান্য অঞ্চলের বুথে বুথে অসহায় মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হবে।


Post a Comment

0 Comments