Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ব্লক তৃণমূল কংগ্রেসের কম্বল বিতরণ



 

ব্লক তৃণমূল কংগ্রেসের কম্বল বিতরণ 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার  জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ কম্বল বিতরণ কর্মসূচির সূচনা হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়ক অলোক কুমার মাঝির বিধায়ক কোটা থেকে এই কম্বল বিতরণ করা হবে। তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লকের সভাপতি মেহেমুদ খান ও   যুব সভাপতি ভুতনাথ মালিক ব্লক পার্টি অফিস থেকে এই কর্মসূচির শুভ সূচনা করেন। মেহেমুদ খান জানান, প্রতিবছরই তাঁরা এই কম্বল বিতরণ কর্মসূচি করে থাকেন। এবারেও তাঁরা বড় আকারেই একটি অনুষ্ঠান করে প্রায় ১৫০০০ কম্বল বিলি করবেন বলে ঠিক করেছিলেন কিন্তু করোনা সংক্রমণের কারণে তা বাতিল করে ব্লকের প্রতিটি  অঞ্চলের প্রতিটি গ্রামের প্রতিটি বুথে ১৫ টি করে কম্বল বিতরণ করার সিদ্ধান্ত নেন। সেই মোতাবেক আজ চকদিঘী অঞ্চল থেকে সেই কাজ শুরু হলো। চকদিঘী পঞ্চায়েতের ১৯ টি বুথের অসহায় সাধারণ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। 

আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ব্লকের যুব সভাপতি ভুতনাথ মালিক, জয়হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ তাবারক আলী মন্ডল, ডা: প্রতাপ রক্ষিত, সাহাবুদ্দিন শেখ, শেখ মির্জা, লাল্টু পাত্র, অঞ্জন মুখার্জী, মিঠু পাল সহ ব্লকের ও অঞ্চলের বিভিন্ন নেতৃত্ব। কোভিড বিধি মেনেই মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। আজকের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ব্লকের যুব সভাপতি ভুতনাথ মালিক। তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়কের সাহায্যে তাঁরা ব্লকের ১৫ হাজার অসহায় মানুষের হাতে কম্বল তুলে দিতে পারবেন। তিনি আরো জানান, তাঁরা পরিযায়ী নেতা নন তাঁরা সর্বদাই মানুষের পাশে থেকেছেন এবং আগামীতেও তাঁরাই সাধারন মানুষের পাশে দাঁড়াবেন। তিনি উপস্থিত মানুষদের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন। এরপর অন্যান্যদিনে ব্লক সভাপতি, এম এল এ সহ নেতৃত্বের উপস্থিতিতে অন্যান্য অঞ্চলের বুথে বুথে অসহায় মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হবে।