Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ছেলের অন্নপ্রাশন অনুষ্ঠান উপলক্ষে রক্তদান শিবির


 

ছেলের অন্নপ্রাশন অনুষ্ঠান উপলক্ষে রক্তদান শিবির 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ছেলে অথবা মেয়ের অন্নপ্রাশন বা প্রথম মুখে ভাতের অনুষ্ঠান অনেক পরিবারেই হয়ে থাকে। কিন্তু মহতী কোনও সামাজিক কর্মসূচির মাধ্যমে অন্নপ্রাশন অনুষ্ঠানের আয়োজন হলে সেই অনুষ্ঠান ভিন্নমাত্রা পায়। বুধবার সেই রকমই একটি অন্নপ্রাশন অনুষ্ঠান হলো বীরভূমের কীর্ণাহার স্টেশন পাড়ায়। ছেলের অন্নপ্রাশনের দিনটা অন্যভাবে পালন করল বাবা-মা। 

কীর্ণাহার স্টেশন পাড়ার রানা তিমনা তাদের ছেলের অন্নপ্রাশনের দিনটা  পালন করল  অন্যভাবে। আজ ছিল তাদের একমাত্র সন্তান রিয়ান রানার মুখে ভাতের অনুষ্ঠান। কোভিড বিধি মেনে তাদের সন্তানের মুখে ভাতের অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানের পাশাপাশি এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। আত্মীয় বান্ধবদের কুড়ি জন রক্ত দান করলেন। অনুষ্ঠানে আসা সমস্ত ব্যক্তিদের হাতে গাছের চারা তুলে দিলেন এবং বার্তা দিলেন গাছ লাগানোর। রক্তদান অনুষ্ঠানে ছেলের অন্নপ্রাশনের দিন বাবা রণদেব  দাস নিজেও রক্ত দিলেন।আগত অতিথিদের স্যানিটাইজার ব্যবহার করে  অনুষ্ঠানে যোগ দেওয়ার ব্যবস্থা করা হয়। সেই সাথে সাথে সমস্ত মানুষকে বার্তা দিলেন রক্তদান করুন এবং গাছ লাগান।