ছেলের অন্নপ্রাশন অনুষ্ঠান উপলক্ষে রক্তদান শিবির

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

ছেলের অন্নপ্রাশন অনুষ্ঠান উপলক্ষে রক্তদান শিবির


 

ছেলের অন্নপ্রাশন অনুষ্ঠান উপলক্ষে রক্তদান শিবির 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ছেলে অথবা মেয়ের অন্নপ্রাশন বা প্রথম মুখে ভাতের অনুষ্ঠান অনেক পরিবারেই হয়ে থাকে। কিন্তু মহতী কোনও সামাজিক কর্মসূচির মাধ্যমে অন্নপ্রাশন অনুষ্ঠানের আয়োজন হলে সেই অনুষ্ঠান ভিন্নমাত্রা পায়। বুধবার সেই রকমই একটি অন্নপ্রাশন অনুষ্ঠান হলো বীরভূমের কীর্ণাহার স্টেশন পাড়ায়। ছেলের অন্নপ্রাশনের দিনটা অন্যভাবে পালন করল বাবা-মা। 

কীর্ণাহার স্টেশন পাড়ার রানা তিমনা তাদের ছেলের অন্নপ্রাশনের দিনটা  পালন করল  অন্যভাবে। আজ ছিল তাদের একমাত্র সন্তান রিয়ান রানার মুখে ভাতের অনুষ্ঠান। কোভিড বিধি মেনে তাদের সন্তানের মুখে ভাতের অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানের পাশাপাশি এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। আত্মীয় বান্ধবদের কুড়ি জন রক্ত দান করলেন। অনুষ্ঠানে আসা সমস্ত ব্যক্তিদের হাতে গাছের চারা তুলে দিলেন এবং বার্তা দিলেন গাছ লাগানোর। রক্তদান অনুষ্ঠানে ছেলের অন্নপ্রাশনের দিন বাবা রণদেব  দাস নিজেও রক্ত দিলেন।আগত অতিথিদের স্যানিটাইজার ব্যবহার করে  অনুষ্ঠানে যোগ দেওয়ার ব্যবস্থা করা হয়। সেই সাথে সাথে সমস্ত মানুষকে বার্তা দিলেন রক্তদান করুন এবং গাছ লাগান।



Post a Comment

0 Comments