অসহায় দুই বৃদ্ধকে শীত বস্ত্র প্রদান
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কনকনে ঠান্ডায় কষ্ট পাচ্ছিলেন অসহায় দুই বৃদ্ধ। খবর পেয়ে পশ্চিম পাল্লা আদিবাসী মারাংবুরু গাঁওতার কর্মকর্তারা ছুটে যান তাদের বাড়িতে। মারাংবুরু গাঁওতার পক্ষ থেকে অসহায় দুই বৃদ্ধ ব্যাক্তির হাতে তুলে দেওয়া হলো শীতের বস্ত্র। উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি তাপস সরেন, সম্পাদক পিকু মান্ডি এবং ক্লাবের অন্যান্য সদস্যরা। শীত বস্ত্র পেয়ে খুশি দুই বৃদ্ধ।