করোনা মোকাবিলায় প্রশাসনের নয়া নির্দেশিকা

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

করোনা মোকাবিলায় প্রশাসনের নয়া নির্দেশিকা

 


করোনা মোকাবিলায় প্রশাসনের নয়া নির্দেশিকা 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আগামীকাল থেকে ৭ দিন রাস্তার ধারে সমস্ত চায়ের দোকান, ফুড স্টল, খাবারের দোকান বন্ধ থাকবে। এছাড়া রবিবার ও বৃহস্পতিবার দুদিন শহরের সমস্ত ধরণের দোকান, বাজার বন্ধ থাকবে। বর্ধমান পৌর এলাকায় দোকানবাজার খোলা ও বন্ধের বিষয়ে প্রশাসনিক রিভিউ মিটিং হয়। সেই মিটিংয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

 এরপর একটি বৈঠকে বর্ধমান শহরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, পুলিশ, পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য প্রমুখরা উপস্থিত ছিলেন। বর্ধমান সদর উত্তর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস জানিয়েছেন,  সেই  বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্ধমান পৌর এলাকায় করোনার সংক্রমণ বাড়তে থাকায় ১২ জানুয়ারি থেকে নতুন নিয়ম লাগু করা হচ্ছে। 

তিনি জানিয়েছেন, ডানদিক বাম দিকের পরিবর্তে সপ্তাহের বাকি ৫ দিন সকাল ৮টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত সমস্ত দোকান কোভিড বিধি মেনে খোলা রাখতে পারবে। সকাল ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত পাইকারী বাজার খোলা রাখা যাবে। রাত্রি ৯টায় সমস্ত রেষ্টুরেণ্ট বন্ধ করতে হবে। আগামী ৭দিন পর ফের রিভিউ করা হবে বলে মহকুমাশাসক জানিয়েছেন।


Post a Comment

0 Comments