Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করোনা মোকাবিলায় প্রশাসনের নয়া নির্দেশিকা

 


করোনা মোকাবিলায় প্রশাসনের নয়া নির্দেশিকা 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আগামীকাল থেকে ৭ দিন রাস্তার ধারে সমস্ত চায়ের দোকান, ফুড স্টল, খাবারের দোকান বন্ধ থাকবে। এছাড়া রবিবার ও বৃহস্পতিবার দুদিন শহরের সমস্ত ধরণের দোকান, বাজার বন্ধ থাকবে। বর্ধমান পৌর এলাকায় দোকানবাজার খোলা ও বন্ধের বিষয়ে প্রশাসনিক রিভিউ মিটিং হয়। সেই মিটিংয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

 এরপর একটি বৈঠকে বর্ধমান শহরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, পুলিশ, পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য প্রমুখরা উপস্থিত ছিলেন। বর্ধমান সদর উত্তর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস জানিয়েছেন,  সেই  বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্ধমান পৌর এলাকায় করোনার সংক্রমণ বাড়তে থাকায় ১২ জানুয়ারি থেকে নতুন নিয়ম লাগু করা হচ্ছে। 

তিনি জানিয়েছেন, ডানদিক বাম দিকের পরিবর্তে সপ্তাহের বাকি ৫ দিন সকাল ৮টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত সমস্ত দোকান কোভিড বিধি মেনে খোলা রাখতে পারবে। সকাল ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত পাইকারী বাজার খোলা রাখা যাবে। রাত্রি ৯টায় সমস্ত রেষ্টুরেণ্ট বন্ধ করতে হবে। আগামী ৭দিন পর ফের রিভিউ করা হবে বলে মহকুমাশাসক জানিয়েছেন।