চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # বাংলার চিকিৎসক উজ্জ্বল পোদ্দার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরার তালিকায় #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

তিন জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান


 

তিন জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান


কাজল মিত্র, বারাবনি : পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক বিধান উপাধ্যায় এবং যুব তৃণমূল কংগ্রেসের নেতা মুকুল উপাধ্যায়ের উদ্যোগে ও একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় সালানপুর ব্লকের  তিনজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হলো। আল্লাডি পঞ্চায়েতের অন্তর্গত কালিপাথর চার্চের সামনে এই উইল চেয়ার গুলি প্রতিবন্ধী ডোমদোহা নিবাসী জগন্নাথ সোরেন, ধাগুড়ি গ্রাম নিবাসী মাগারাম লাইক এবং রেজ্জাক নগর নিবাসী রাজ আনসারীর হাতে তুলেদেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং, রানাবেশ মাজি সহ বাপি সেন ও বিশ্বজিৎ দাস।

এই প্রসঙ্গে ভোলা সিং বলেন বিধায়ক বিধান উপাধ্যায় ও যুব নেতা মুকুল উপাধ্যায়ের উদ্যোগে বেসরকারি সংস্থার তরফে ব্লকের তিনজন প্রতিবন্ধীকে উইল চেয়ার দেওয়া হল। আমাদের বিধায়ক ও আমাদের যুব নেতা সবসময় গরীব মানুষের পাশে থেকে তাদের উন্নয়নের জন্য কাজ করে যান,তাই সমগ্র বারাবনি জুড়ে সাধারণ মানুষ তাদের বুকে আগলে রেখেছেন।


Post a Comment

0 Comments