জামালপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

জামালপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন


 

জামালপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন 


অতনু হাজরা, জামালপুর :  ১৯৯৮ সালে আজকের দিনেই কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস দল গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিন থেকেই ওই ১ লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়। ২৪ পূর্ণ করে ২৫ এ পা দিলো দল। সারা রাজ্য জুড়ে পালন করা হচ্ছে দলের প্রতিষ্ঠা দিবস বা জন্মদিবস। পূর্ব বর্ধমানের জামালপুরে আজ কোভিড বিধি মেনে ব্লক পার্টি অফিসে দলীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খান ও ব্লক যুব সভাপতি ভুতনাথ মালিক। সমস্ত শাখা সংগঠনের সভাপতিরা ছাড়াও বিভিন্ন প্রধান, উপ প্রধান সহ নেতৃত্বরা উপস্থিত ছিলেন।

 প্রত্যেক বক্তা দল প্রতিষ্ঠার পিছনে নেতৃত্বের ত্যাগ, তিতিক্ষার কথা তুলে ধরেন। অপরদিকে চকদিঘি অফিসে দলীয় পতাকা উত্তোলন করেন ব্লকের যুব সভাপতি ভুতনাথ মালিক ও তাবারক আলী মন্ডল। উপস্থিত সকল কর্মী সমর্থকদের মিষ্টিমুখ করানো হয়।


Post a Comment

0 Comments