সিপিএমের পূর্ব বর্ধমান জেলার নতুন সম্পাদক সৈয়দ হোসেন
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সিপিআইএমের পূর্ব বর্ধমান জেলা কমিটির নতুন সম্পাদক নির্বাচিত হলেন সৈয়দ হোসেন। ২৫ শে ডিসেম্বর এবং ২৬ শে ডিসেম্বর দু'দিনব্যাপী দলের জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয় বর্ধমান টাউন হলে। এই সম্মেলন থেকেই অচিন্ত্য মল্লিক এর জায়গায় নতুন সম্পাদক হিসেবে সৈয়দ হোসেন-কে নির্বাচিত করা হয়েছে।
সম্মেলনে সিপিআই (এম) এর উচ্চ নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ সূর্যকান্ত মিশ্র, মদন ঘোষ, অমল হালদার, আভাষ রায়চৌধুরী, অঞ্জু কর, বিদায়ী জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক সহ অন্যান্যরা।