Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

সর্ব শিক্ষা মিশনের পক্ষ থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা প্রদানে ক্যাম্প


 

সর্ব শিক্ষা মিশনের পক্ষ থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা প্রদানে ক্যাম্প 


অতনু হাজরা, নবগ্রাম : সর্ব শিক্ষা মিশনের পক্ষ থেকে বৃহস্পতিবার জামালপুর পূর্ব চক্রের নবগ্রাম ময়না পি বি বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের জন্য একটি ক্যাম্পের আয়োজন করে জামালপুর পূর্ব চক্র সম্পদ কেন্দ্র। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যারা চলতে অক্ষম, শ্রবণে অক্ষম, দৃষ্টিশক্তি দুর্বল তাদের সাহায্যকারী বিভিন্ন কিট দেওয়া হবে। তার মাপ নেওয়ার জন্যই আজকের এই ক্যাম্প। আজকের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি,  পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, এস আই রাজেন্দ্র প্রসাদ মাঝি, আঝাপুর পঞ্চায়েত প্রধান অশোক ঘোষ সহ ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং শিশু বিকাশ প্রকল্প আধিকারিক এর প্রতিনিধিরা। এস আই রাজেন্দ্র বাবু জানান, সর্ব শিক্ষা মিশনের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এই ক্যাম্প করা হচ্ছে। যে সমস্ত বাচ্ছারা স্বাভাবিক ভাবে হাঁটতে পারেনা বা শুনতে পায়না কিংবা দৃষ্টি শক্তি কম তাদের প্রত্যেককে বিশেষ সাহায্যকারী যন্ত্র দেওয়া হবে। তারই মাপ নেওয়া হলো আজ।  

৬০ জন বাচ্চার মধ্যে ৫৭ জন বাচ্ছা অভিভাবক সহ আজকের ক্যাম্পে উপস্থিত হয়েছে। বিধায়ক  অলোক কুমার মাঝি বলেন, এই সমস্ত বাচ্চাদের এই যন্ত্র গুলো বিশেষ কাজ দেবে। রাজ্য সরকার এই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের জন্য নানা ব্যবস্থা গ্রহণ করেছেন। মেহেমুদ খান বলেন, এই সমস্ত নানা যন্ত্র এই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের আগামীতে এগিয়ে যেতে সাহায্য করবে। এবিষয়ে তিনি রাজ্য সরকারের এই বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের নিয়ে দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।