Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জমিজটে কয়লা খনির উৎপাদন কাজ বন্ধ, ক্ষতিপূরণের দাবিতে জমিদাতাদের বিক্ষোভ

 


জমিজটে কয়লা খনির উৎপাদন কাজ বন্ধ, ক্ষতিপূরণের দাবিতে জমিদাতাদের বিক্ষোভ 


কাজল মিত্র, আসানসোল :  দুর্গাপুজোর আগের থেকে বিসিসি এলের-দামাগড়িয়া খোলামুখ কয়লাখনির কয়লা উৎপাদদেনের কাজ বন্ধ করেদেন জমিদাতা চাষীরা। অভিযোগ যে খনি কতৃপক্ষ চাষীদের জমি কেটে কয়লা উত্তোলন করে নেওয়ার পরে কোনো ক্ষতিপূরণ বা সরকারি নিয়মে যে চাকরি তাও ক্ষতিগ্রস্থ চাষীরা পায়নি। তাই শেষমেশ তাঁদের দাবীকে সামনে রেখে খোলামুখ কয়লা ক্ষনির কয়লা উত্তোলনের কাজ বন্ধ করে দেন জমিদাতা চাষীরা।দীর্ঘ দিন খনির উৎপাদন বন্ধ আর তাই মঙ্গলবার  খনি কতৃপক্ষ জমিদাতা চাষীদের সাথে আলোচনা না করেই সিআইএসএফ সঙ্গে নিয়ে খনির উত্তোলনের কাজের জন্য খনিতে মেশিন ও যানবাহন নামায় আর তারফলে জমিদাতা চাষীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এর পরেই আবারো পুনরায় খনির কাজ বন্ধ করতে হয়। বিক্ষোভকারী চাষীদের দাবি যে আমরা খনি বন্ধের পক্ষে নয় কিন্তু আমাদের চাষ যোগ্য জমি কেটে কয়লা উত্তোলন করেছে কতৃপক্ষ আর তার কোনো ক্ষতিপূরণ বা চাকরি মেলেনি তাই আমাদের দাবি অবিলম্বে যার যেমন ভাবে চাকরিতে নিয়োগের ফাইল ঠিক আছে তাঁদের নিয়োগ প্রক্রিয়া করতে হবে এবং বেশ কিছু চাষীদের জমি রেজিস্ট্রি করতে হবে।তবে এই বিষয়ে খনি কতৃপক্ষ ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। দীর্ঘদিন খনির কয়লা উৎপাদন বন্ধ থাকাতে বিশাল আর্থিক ক্ষতির মুখে বি সি সি এলের দামাগড়িয়া খোলামুখ কয়লা খনি বলে খবর ।