জমিজটে কয়লা খনির উৎপাদন কাজ বন্ধ, ক্ষতিপূরণের দাবিতে জমিদাতাদের বিক্ষোভ

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

জমিজটে কয়লা খনির উৎপাদন কাজ বন্ধ, ক্ষতিপূরণের দাবিতে জমিদাতাদের বিক্ষোভ

 


জমিজটে কয়লা খনির উৎপাদন কাজ বন্ধ, ক্ষতিপূরণের দাবিতে জমিদাতাদের বিক্ষোভ 


কাজল মিত্র, আসানসোল :  দুর্গাপুজোর আগের থেকে বিসিসি এলের-দামাগড়িয়া খোলামুখ কয়লাখনির কয়লা উৎপাদদেনের কাজ বন্ধ করেদেন জমিদাতা চাষীরা। অভিযোগ যে খনি কতৃপক্ষ চাষীদের জমি কেটে কয়লা উত্তোলন করে নেওয়ার পরে কোনো ক্ষতিপূরণ বা সরকারি নিয়মে যে চাকরি তাও ক্ষতিগ্রস্থ চাষীরা পায়নি। তাই শেষমেশ তাঁদের দাবীকে সামনে রেখে খোলামুখ কয়লা ক্ষনির কয়লা উত্তোলনের কাজ বন্ধ করে দেন জমিদাতা চাষীরা।দীর্ঘ দিন খনির উৎপাদন বন্ধ আর তাই মঙ্গলবার  খনি কতৃপক্ষ জমিদাতা চাষীদের সাথে আলোচনা না করেই সিআইএসএফ সঙ্গে নিয়ে খনির উত্তোলনের কাজের জন্য খনিতে মেশিন ও যানবাহন নামায় আর তারফলে জমিদাতা চাষীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এর পরেই আবারো পুনরায় খনির কাজ বন্ধ করতে হয়। বিক্ষোভকারী চাষীদের দাবি যে আমরা খনি বন্ধের পক্ষে নয় কিন্তু আমাদের চাষ যোগ্য জমি কেটে কয়লা উত্তোলন করেছে কতৃপক্ষ আর তার কোনো ক্ষতিপূরণ বা চাকরি মেলেনি তাই আমাদের দাবি অবিলম্বে যার যেমন ভাবে চাকরিতে নিয়োগের ফাইল ঠিক আছে তাঁদের নিয়োগ প্রক্রিয়া করতে হবে এবং বেশ কিছু চাষীদের জমি রেজিস্ট্রি করতে হবে।তবে এই বিষয়ে খনি কতৃপক্ষ ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। দীর্ঘদিন খনির কয়লা উৎপাদন বন্ধ থাকাতে বিশাল আর্থিক ক্ষতির মুখে বি সি সি এলের দামাগড়িয়া খোলামুখ কয়লা খনি বলে খবর ।


Post a Comment

0 Comments