চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

গ্রামের মানুষকে স্বনির্ভর করে তুলতে সহায়তা প্রদান


 

গ্রামের মানুষকে স্বনির্ভর করে তুলতে সহায়তা প্রদান 


অতনু হাজরা, জামালপুর : রাজ্যের সব শ্রেণীর মানুষকেই স্বনির্ভর করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। সেইমত রাজ্যে চালু হয়েছে নানা প্রকল্প। পূর্ব বর্ধমানের জামালপুরে সাধারণ মানুষকে স্বয়ংসম্পূর্ণ করে এগিয়ে নিয়ে যেতে  ব্লক প্রাণী দপ্তর ও আত্মা প্রকল্পে মুরগির ছানা ও ছাগল বিলি করা হলো।

 উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, বিডিও শুভঙ্কর মজুমদার, পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক, বিটিএম পল্লব দাস, বিএলডিও সনাতন হুই, মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ সুনীল ধারা, কৃষি সঞ্চালক জয়দেব দাস সহ অন্যান্যরা। ২০ জন উপভোক্তাকে ৫০ টি করে মুরগির বাচ্চা ও ২৫ কেজি করে খাবার ও ১৭৩ জন উপভোক্তাকে একটি করে ছাগল দেওয়া হয়।

 বিধায়ক অলোক মাঝি বলেন, এই সরকার মানবিক সরকার।। সর্বদাই সাধারণ মানুষের পাশে আছেন। যেসমস্ত মানুষ আজ মুরগি ও ছাগল পেলেন এগুলো তাদের স্বাবলম্বী হতে সাহায্য করবে। মেহেমুদ খান বলেন, মানবিক সরকার মানুষের জন্য নানা প্রকল্প নিয়ে এসেছেন। আজকের এই ছাগল ও মুরগী বিলির মাধ্যমে এই সমস্ত অসহায় দরিদ্র মানুষগুলোর রোজগারের ব্যবস্থা হবে। মুরগি ও ছাগল পেয়ে খুশি উপভোক্তারা।