ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের শতবর্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের শতবর্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ


 

ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের শতবর্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শতবর্ষে ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন। স্বাধীনতা আন্দোলন থেকে দেশ স্বাধীন হওয়া পর্যন্ত অনেক ঘটনার সাক্ষী এই সাংবাদিক সংগঠন। তাই একশো বছরের ইতিহাসে গৌরবান্বিত ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন শতবর্ষ উদযাপনের পরিকল্পনা করেছে। কলকাতায় হবে বড় কলেবরে অনুষ্ঠান। শতবর্ষের আলোকবর্তিকা ছড়িয়ে পড়বে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে জেলা শহর, রাজ্য, এমনকি দেশে। ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখর সেনগুপ্ত জানিয়েছেন, কোভিড পরিস্থিতির জন্য সংগঠনের কাজ কর্ম একটু ধীরে চলছে। তবে শীঘ্রই নির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করে কলকাতায় শতবর্ষের সূচনা অনুষ্ঠান হবে।

ইতিমধ্যেই শতবর্ষের বার্তা গ্রামে গঞ্জে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এর পূর্ব বর্ধমান জেলা শাখা। জেলা কমিটির সভাপতি স্বপন মুখার্জী, সাধারণ সম্পাদক অরূপ লাহা জানান, ক্রীড়া, সংস্কৃতি বিষয়ক প্রদর্শনী, প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলনোৎসব সহ নানা অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯ ডিসেম্বর ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এর উদ্যোগে প্রীতি ক্রিকেট প্রদর্শনী ম্যাচ আয়োজিত হয়। বাংলার রূপকার ডাঃ বিধান চন্দ্র রায় এর স্বপ্নের উপনগরী বড়শুলে। বর্ধমান শহরের অদূরে বর্ধমান ২ নম্বর ব্লকের বড়শুল উৎসব ময়দানে খেলা হয়। এদিনের প্রর্দশনী ম্যাচে ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এর পূর্ব বর্ধমান জেলা মুখোমুখি হয়েছিল বড়শুল ক্রিকেট একাডেমি একাদশের বিরুদ্ধে। সারাদিন খবর নিয়ে দৌড় ঝাঁপ করা সাংবাদিক, চিত্র সাংবাদিকরা কোনরকম প্র্যাকটিস ছাড়াই বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে মাঠে নামে। এদিনের প্রীতি ম্যাচে সাংবাদিকদের প্রতিপক্ষ ছিল রীতিমতো একাডেমির উঠতি খেলোয়াড়রা। টসে জিতে বড়শুল ক্রিকেট একাডেমি ৮ ওভারের খেলায় ২ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে। তার জবাবে ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এর টিম মাত্র ৫৬ রান করতে পেরেছে। সাংবাদিকদের মধ্যে খেলায় অংশ নেয় রাজীব মণ্ডল, সুপ্রকাশ চৌধুরী, মনতোষ পোদ্দার, অনির্বান হাজরা, সুমিত ভকত, সঞ্জিত কুড়ি, পথিকৃত বৈরাগ্য, গোপাল মুখার্জী, পুলক যশ, উদয় ঘোষ, আনিশ চক্রবর্তী। অতিরিক্ত খেলোয়াড়ের তালিকায় ছিলেন বিজয় প্রকাশ দাস, সঞ্জিত সেন ও আমিনুর রহমান।

রবিবারের প্রীতি ম্যাচে উপস্থিত ছিলেন সাংবাদিক সংগঠনের (আইজেইউ) কেন্দ্রীয় কমিটির সদস্য তারকনাথ রায়, রাজ্য কর্মসমিতির সদস্য জগন্নাথ ভৌমিক, আমিনুর রহমান, পূর্ব বর্ধমান জেলা শাখার সভাপতি স্বপন মুখার্জী, সাধারন সম্পাদক অরূপ লাহা, কোষাধ্যক্ষ সেখ সামসুদ্দিন সহ অনান্যরা।

Post a Comment

0 Comments