Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

লরির ধাক্কায় বাইক চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার রাস্তা অবরোধ


 

লরির ধাক্কায় বাইক চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার রাস্তা অবরোধ 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : লরির  চাকায় পিষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে রায়না থানার অন্তর্গত বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের খালেরপুল এলাকায়। স্থানীয় মানুষজন জানান, মৃত ব্যক্তির নাম শেখ বাবর আলি (৪২)। জানা গেছে, এদিন মোটর সাইকেল চড়ে বাবর আলি বাঁকুড়া মোড়ের দিক থেকে বর্ধমানের দিকে আসছিলেন। সেই সময় বর্ধমানের দিক থেকে আসা একটি লরি সামনে থেকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ছিটকে পড়েন বাইক চালক। আর তখনই লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় বাইক আরোহী। দুর্ঘটনার পরেই দ্রুত গতিতে ঘাতক লরিটি পালিয়ে যায়। 

এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার পরই এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। তারা বর্ধমান আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। প্রায় এক ঘন্টা অবরোধ চলার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে যায়। এরপর যানবাহন  চলাচল স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগে। স্থানীয় মানুষের অভিযোগ, যেভাবে দিনের বেলায় বালির লরি বেপরোয়াভাবে রাস্তায় চলছে, তাতে প্রতি মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। প্রতিদিনই ছোটবড় দুর্ঘটনাও ঘটছে। ফলে রাস্তায় যানজটেরও সৃষ্টি হচ্ছে। এরফলে দুর্ভোগ মানুষের নিত্য সঙ্গী। স্থানীয়দের দাবি, অবিলম্বে দিনের বেলায় বালির গাড়ির যাতায়াত নিয়ন্ত্রণ করা হোক, তাহলে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।