Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

লরির ধাক্কায় বাইক চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার রাস্তা অবরোধ


 

লরির ধাক্কায় বাইক চালকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার রাস্তা অবরোধ 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : লরির  চাকায় পিষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে রায়না থানার অন্তর্গত বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের খালেরপুল এলাকায়। স্থানীয় মানুষজন জানান, মৃত ব্যক্তির নাম শেখ বাবর আলি (৪২)। জানা গেছে, এদিন মোটর সাইকেল চড়ে বাবর আলি বাঁকুড়া মোড়ের দিক থেকে বর্ধমানের দিকে আসছিলেন। সেই সময় বর্ধমানের দিক থেকে আসা একটি লরি সামনে থেকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ছিটকে পড়েন বাইক চালক। আর তখনই লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় বাইক আরোহী। দুর্ঘটনার পরেই দ্রুত গতিতে ঘাতক লরিটি পালিয়ে যায়। 

এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার পরই এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। তারা বর্ধমান আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। প্রায় এক ঘন্টা অবরোধ চলার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে যায়। এরপর যানবাহন  চলাচল স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগে। স্থানীয় মানুষের অভিযোগ, যেভাবে দিনের বেলায় বালির লরি বেপরোয়াভাবে রাস্তায় চলছে, তাতে প্রতি মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। প্রতিদিনই ছোটবড় দুর্ঘটনাও ঘটছে। ফলে রাস্তায় যানজটেরও সৃষ্টি হচ্ছে। এরফলে দুর্ভোগ মানুষের নিত্য সঙ্গী। স্থানীয়দের দাবি, অবিলম্বে দিনের বেলায় বালির গাড়ির যাতায়াত নিয়ন্ত্রণ করা হোক, তাহলে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।