Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কলকাতায় আধা সামরিক বাহিনী দিয়েই পুরভোট চান শুভেন্দু


 

কলকাতায় আধা সামরিক বাহিনী দিয়েই পুরভোট চান শুভেন্দু 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমানে মোমবাতি মিছিলে অংশ নিতে এসে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতায় আধা সামরিক বাহিনী দিয়েই পুরভোটের দাবি তোলেন। বৃহস্পতিবার  সন্ধ্যায় পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে ফেরার পথে  বর্ধমানে মোমবাতি মিছিলে অংশ নেন তিনি। কপ্টার দুর্ঘটনায় নিহত সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াত ও অন্যান্য সেনা জওয়ানদের শ্রদ্ধা জানাতে এই  মোমবাতি মিছিলের আয়োজন করে বিজেপি'র  বর্ধমান সদর‌ জেলা কমিটি। বীরহাটা ব্রীজের কাছ থেকে মোমবাতি মিছিল শুরু হয়ে কার্জনগেটের সামনে এসে শেষ হয়। শুভেন্দু অধিকারী ছাড়াও মিছিল পা মেলান দলের জেলা সভাপতি অভিজিৎ তা সহ প্রবাল রায়, শ্যামল রায়, সুনীল গুপ্তা এবং অন্যান্যরা। 

এদিন বর্ধমানে মোমবাতি মিছিলে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, এটা অরাজনৈতিক মিছিল। শুধু তার দলের কর্মীরাই নয়, বর্ধমানের আপামর সাধারণ মানুষ মিছিলে অংশ নিয়েছেন। কলকাতা পুরভোট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কলকাতা পুরভোটের জন্য বিজেপি কর্মীরা পুরোপুরি প্রস্তুত। যদিও বারবার বলা হচ্ছে, আধা সামরিক বাহিনী আর ভি ভি প্যাট মেশিন দিয়েই কলকাতায় ভোট হওয়া উচিত। তারা সব ওয়ার্ডেই প্রার্থী দিয়েছেন। তৃণমূলের হামলার ভয় থাকা সত্বেও তারা বাড়ি বাড়ি যাচ্ছেন। কলকাতার মানুষ জনাব ফিরহাদ হাকিম নয় সনাতনী বিজেপি কর্মীর হাতেই কলকাতার ভার তুলে দেবেন।