Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ডায়নামিক প্রিন্সিপ্যাল এ্যাওয়ার্ড পেলেন ইউ আই টি'র অধ্যক্ষ


 

ডায়নামিক প্রিন্সিপ্যাল এ্যাওয়ার্ড পেলেন ইউ আই টি'র অধ্যক্ষ 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ডায়নামিক প্রিন্সিপ্যাল এ্যাওয়ার্ড পেলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি'র অধ্যক্ষ ডঃ অভিজিৎ মিত্র। গত ৪ ডিসেম্বর জাতীয় শিক্ষানীতি নিয়ে মুম্বাই, দিল্লি ও বেঙ্গালুরু থেকে একযোগে একটি অনলাইন সেমিনার এবং এসিয়া- গলফ্ কোঅপারেশন কাউন্সিল ,(ASIA-GCC) পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। সমগ্র অনুষ্ঠানটি আয়োজনের নেপথ্যে ছিল ফামা গ্লোবাল ম্যানেজমেন্ট সার্ভিসেস (FAMA GMS)। সেই অনুষ্ঠান থেকেই ইউ আই টি'র প্রিন্সিপ্যাল ডঃ অভিজিৎ মিত্র'র উদ্দেশ্যে এই পুরস্কার প্রদান করা হয়।

 ওনার ঠিকানায় পুরস্কার হিসেবে  সার্টিফিকেট, এক সুদৃশ্য কাঠের প্লেক ও একটি ট্রফি পাঠানো হয়েছে।

উল্লেখ্য ডঃ অভিজিৎ মিত্র সংবাদ প্রভাতী পত্রিকা এবং সংবাদ প্রভাতী ডিজিটাল মিডিয়া'র একজন নিয়মিত লেখক ও শুভানুধ্যায়ী। স্বাভাবিক ভাবেই তাঁর এই পুরস্কার আমাদের কাছে আনন্দের। সংবাদ প্রভাতী'র পক্ষ থেকে অধ্যাপক অভিজিৎ মিত্র'র জন্য রইলো অভিনন্দন ও শুভ কামনা।