Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

লছিপুর যৌনপল্লীর নাম আবারও শিরোনামে


 

লছিপুর যৌনপল্লীর নাম আবারও শিরোনামে 


কাজল মিত্র, আসানসোল : লছিপুর যৌনপল্লী আবারও খবরের শিরোনামে। আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত লছিপুরে রয়েছে দিশা যৌনপল্লী। রবিবার ভিনরাজ্য থেকে কয়েকজন যুবক এসেছিলেন। অভিযোগ সেখানে ওই যৌনপল্লির কয়েকজন দোকানদার ও দালাল মিলে ওই যুবকদের মারধর করে। তারা জানায় ওই যৌনপল্লি এলাকায় খরচের বিল বাবদ অনলাইনের মাধ্যমে তাদের কাছ থেকে বিল নেওয়ার নাম করে ভয় দেখিয়ে অতিরিক্ত টাকা নিয়ে নেয়। তারা জানান, ডিজিটাল লেনদেনের মধ্যদিয়ে মোট প্রায় চারলক্ষ কুঁড়ি হাজার টাকা লছিপুর যৌনপল্লীর এক দোকানদার নিজের একাউন্টে ট্রান্সফার করে নেয়। আর তার পরেই ওই যুবকরা কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের দ্বারস্থ হন এবং ঘটনার বিষয়ে অভিযোগ করেন। নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে।

 এছাড়া এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জন অভিযুক্ত কে গ্রেফতার করেছে।  আজ তাদেরকে আসানসোল আদালতে তোলা হয়।এই বিষয়ে যৌনকর্মীরা আতঙ্কিত যে এই ভাবে গ্রাহকদের মারধর করে টাকা বেশি নিলে গ্রাহক আসা বন্ধ হয়ে যাবে। ফলে সমস্যা হবে যৌনকর্মীদের। তাই এই সব ধরনের মারধর টাকা বেশি নেওয়ার মতো ঘটনা বন্ধ হোক। কারণ এখানে ঝাড়খন্ড বিহার সহ ভিনরাজ্য থেকে গ্রাহক আসে। আর এমনি ঘটনা ঘটলে দিশার বদনাম হবে ফলে গ্রাহকদের আসা বন্ধ হলে অসুবিধার সম্মুখীন হবে যৌন কর্মীরা।