লছিপুর যৌনপল্লীর নাম আবারও শিরোনামে

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন, গণনা ১১ জুলাই # ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

লছিপুর যৌনপল্লীর নাম আবারও শিরোনামে


 

লছিপুর যৌনপল্লীর নাম আবারও শিরোনামে 


কাজল মিত্র, আসানসোল : লছিপুর যৌনপল্লী আবারও খবরের শিরোনামে। আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত লছিপুরে রয়েছে দিশা যৌনপল্লী। রবিবার ভিনরাজ্য থেকে কয়েকজন যুবক এসেছিলেন। অভিযোগ সেখানে ওই যৌনপল্লির কয়েকজন দোকানদার ও দালাল মিলে ওই যুবকদের মারধর করে। তারা জানায় ওই যৌনপল্লি এলাকায় খরচের বিল বাবদ অনলাইনের মাধ্যমে তাদের কাছ থেকে বিল নেওয়ার নাম করে ভয় দেখিয়ে অতিরিক্ত টাকা নিয়ে নেয়। তারা জানান, ডিজিটাল লেনদেনের মধ্যদিয়ে মোট প্রায় চারলক্ষ কুঁড়ি হাজার টাকা লছিপুর যৌনপল্লীর এক দোকানদার নিজের একাউন্টে ট্রান্সফার করে নেয়। আর তার পরেই ওই যুবকরা কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের দ্বারস্থ হন এবং ঘটনার বিষয়ে অভিযোগ করেন। নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে।

 এছাড়া এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জন অভিযুক্ত কে গ্রেফতার করেছে।  আজ তাদেরকে আসানসোল আদালতে তোলা হয়।এই বিষয়ে যৌনকর্মীরা আতঙ্কিত যে এই ভাবে গ্রাহকদের মারধর করে টাকা বেশি নিলে গ্রাহক আসা বন্ধ হয়ে যাবে। ফলে সমস্যা হবে যৌনকর্মীদের। তাই এই সব ধরনের মারধর টাকা বেশি নেওয়ার মতো ঘটনা বন্ধ হোক। কারণ এখানে ঝাড়খন্ড বিহার সহ ভিনরাজ্য থেকে গ্রাহক আসে। আর এমনি ঘটনা ঘটলে দিশার বদনাম হবে ফলে গ্রাহকদের আসা বন্ধ হলে অসুবিধার সম্মুখীন হবে যৌন কর্মীরা।


Post a Comment

0 Comments