Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

লছিপুর যৌনপল্লীর নাম আবারও শিরোনামে


 

লছিপুর যৌনপল্লীর নাম আবারও শিরোনামে 


কাজল মিত্র, আসানসোল : লছিপুর যৌনপল্লী আবারও খবরের শিরোনামে। আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত লছিপুরে রয়েছে দিশা যৌনপল্লী। রবিবার ভিনরাজ্য থেকে কয়েকজন যুবক এসেছিলেন। অভিযোগ সেখানে ওই যৌনপল্লির কয়েকজন দোকানদার ও দালাল মিলে ওই যুবকদের মারধর করে। তারা জানায় ওই যৌনপল্লি এলাকায় খরচের বিল বাবদ অনলাইনের মাধ্যমে তাদের কাছ থেকে বিল নেওয়ার নাম করে ভয় দেখিয়ে অতিরিক্ত টাকা নিয়ে নেয়। তারা জানান, ডিজিটাল লেনদেনের মধ্যদিয়ে মোট প্রায় চারলক্ষ কুঁড়ি হাজার টাকা লছিপুর যৌনপল্লীর এক দোকানদার নিজের একাউন্টে ট্রান্সফার করে নেয়। আর তার পরেই ওই যুবকরা কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের দ্বারস্থ হন এবং ঘটনার বিষয়ে অভিযোগ করেন। নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে।

 এছাড়া এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জন অভিযুক্ত কে গ্রেফতার করেছে।  আজ তাদেরকে আসানসোল আদালতে তোলা হয়।এই বিষয়ে যৌনকর্মীরা আতঙ্কিত যে এই ভাবে গ্রাহকদের মারধর করে টাকা বেশি নিলে গ্রাহক আসা বন্ধ হয়ে যাবে। ফলে সমস্যা হবে যৌনকর্মীদের। তাই এই সব ধরনের মারধর টাকা বেশি নেওয়ার মতো ঘটনা বন্ধ হোক। কারণ এখানে ঝাড়খন্ড বিহার সহ ভিনরাজ্য থেকে গ্রাহক আসে। আর এমনি ঘটনা ঘটলে দিশার বদনাম হবে ফলে গ্রাহকদের আসা বন্ধ হলে অসুবিধার সম্মুখীন হবে যৌন কর্মীরা।