Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অধরাশ্রমে জয়হিন্দ বাহিনীর শীতবস্ত্র প্রদান


 

অধরাশ্রমে জয়হিন্দ বাহিনীর শীতবস্ত্র প্রদান 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কখনও দুঃস্থ মানুষের পাশে, আবার কখনও মুমুর্ষ রোগীর জন্য সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনী। লকডাউনে কাজ হারানো অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে কাজের ব্যবস্থা করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে পল্লব দাস, যোগেশ্বর দাস বৈরাগ্য সহ অন্যান্য সদস্যরা। তাদের সেবামূলক কর্মকান্ডে জয়হিন্দ বাহিনীর সদস্য সংখ্যাও ক্রমশঃ বাড়ছে। জয়হিন্দ বাহিনীর সেবামূলক কাজে অনুপ্রাণিত হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সমাজসেবী রাইমনি দাস। আজ তিনি বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর কর্মকর্তাদের হাতে কিছু ব্লাঙ্কেট (শীতবস্ত্র) তুলে দেন। বর্ধমান ২ নম্বর ব্লকের দেবগ্রাম এর অধরাশ্রমে আশ্রমিক সাধু-সন্যাসী সহ অন্যান্যদের ব্লাঙ্কেটগুলি প্রধান করা হয়। 

সোমবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয় হিন্দ বাহিনীর বর্ধমান শহর সভাপতি পল্লব দাস সহ  যোগেশ্বর দাস বৈরাগ্য, সাহানা পারভীন, অনামিকা সাঁই মণ্ডল, শেখ লোটাস, কাঞ্চন কোনার, শারদ ব্যানার্জী, নিউটন কাজী, মঙ্গল দত্ত, বিপ্লব দাস এবং অন্যান্য নেতৃবৃন্দ। 

আশ্রমের সাধু মাধবানন্দ দাস জয়হিন্দ বাহিনীর মহানুভবতায় খুশি। তিনি উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যদের আশীর্বাদ করেন।