Scrooling

প্রয়াত টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা, দুর্গা পুজোর আনন্দের মাঝে বিষাদের ছায়া # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

পর্যটকদের জন্য সুখবর, শীতের শুরুতে সেজে উঠেছে মাইথন


 

পর্যটকদের জন্য সুখবর, শীতের শুরুতে সেজে উঠেছে মাইথন




কাজল মিত্র, বরাকর : পর্যটকদের জন্য সুখবর। এবার মাইথন ব্যারেজ জলাধারে এক সঙ্গে অনেকে নৌকাবিহারের মাধ্যমে সৌন্দর্য আহরণ করতে  পারবেন। বৃহস্পতিবার মাইথন ঘাটে ফিতে কেটে বড় নৌকা ও স্পিড বোর্ডের শুভ উদ্বোধন করেন বারাবনির বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিধান উপাধ্যায়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,  সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহ- সভাপতি বিদ্যুৎ মিশ্র, দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত প্রধান সিমুলা মারান্ডি, উপ প্রধান রঞ্জন দত্ত প্রমুখ। 

উল্লেখ্য মাইথন পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তে অন্যতম এক সুন্দর পর্যটন কেন্দ্র। আর এই  সৌন্দর্য দেখতে পাওয়া যায় নৌকা বিহারে। তাই নিজেদের স্বর্নিভর করতে এবং নৌকা বিহারকে আরো সুন্দর করতে এবার থার্ড ডাইক তাল তলা নৌকা ঘাটে ৬ টি গোষ্ঠী দ্বারা ব্যাঙ্ক থেকে প্রায় ৯ লক্ষ টাকা ঋণ নিয়ে নতুন একটি বড় নৌকা কেনে। যাতে এক সঙ্গে ৩০ জন যাত্রী নৌকা চড়ে ভ্রমণ করতে পারবে। তাছাড়া ছয় সিটের একটি স্পিড বোর্ড কলকাতা থেকে ক্রয় করা হয় ও ৮৬ টি পুরনো নৌকা রঙ ও বিভিন্ন কাজ করে সংস্কার করা হয়। ফলে নতুন ভাবে সেজে উঠেছে মাইথনের তালতলা নৌকা ঘাট। নবরূপে সজ্জিত এই ঘাটের উদ্বোধন করেন বিধায়ক বিধান উপাধ্যায়। এদিন বিধায়ক বিধানবাবু বলেন মাইথনের অন্যতম সৌন্দর্য স্থান হচ্ছে তালতলা নৌকা ঘাট।এদের উদ্যোগকে ধন্যবাদ জানাই এত সুন্দর ভাবে নৌকা ঘাট কে সাজিয়ে রেখেছে তাছাড়া ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে তারা বড় নৌকা ও স্পিড বোর্ডের ব্যবস্থা করেছে  এর থেকে তাদের সবার অর্থ উপার্জন হবে এবং মাইথনের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে।

এই নিয়ে নৌকাচালক সাবির  আনসারী জানান যে রিভার, আর্থ, স্কাই, স্টার, ল্যান্ড ও মুন এই ছয়টি গোষ্ঠী মিলে গ্রামীণ ব্যাঙ্ক থেকে প্রায় ৯ লক্ষ টাকা ঋণ নেওয়া হয়েছে। একটি বড় নৌকা এবং একটি স্পিড বোর্ড কেনা হয়। পাশাপাশি পুরনো ৮৬ টি নৌকা সংস্কার করা হয়। এই উদ্যোগের কারণ আমরা নৌকার উপর ভরসা করে আমার পরিবার চালনা করি। নুতুন করে তালতলা নৌকা ঘাটের সৌন্দর্য বাড়াতে সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আলাদা কিছু করার। যাতে মাইথনে পর্যটনরা এলে অন্তত একবার নৌকায় ভ্রমণ করতে পারেন। তাছাড়া এদিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা মনোজ তেওয়ারী, মবিন খান, কাঞ্চন লাহা,বিমল গড়াই সহ সমস্ত নৌকাচালকরা।