তৃণমূলের যোগদান মেলা, রয়েছেন কংগ্রেস ও বামফ্রন্টের হেভিওয়েটরা
কাজল মিত্র, আসানসোল : বাংলার উন্নয়নে সামিল হতে মমতা ব্যানার্জীর প্রতি আস্থা রেখে তৃণমূল কংগ্রেস এক যোগদান মেলা আয়েজন করেছিল আসানসোল রবীন্দ্র ভবন চত্বরে। রবিবার রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এর হাত ধরে ২৫০ জন রাজনৈতিক কর্মী বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদানকারী উল্লেখযোগ্য নেতৃত্বের মধ্যে রয়েছেন মহিলা কংগ্রেসর সভানেত্রী ইন্দ্রানী মিশ্র, বামফ্রন্টের প্রাক্তন ডেপুটি মেয়র মানিক মালাকার।
মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা মাথায় রেখে যোগ দান করে কংগ্রেস এবং বামনেতৃত্ব। এই যোগদান মেলায় উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, আসানসোল কর্পোরেশনের প্রশাসক অমরনাথ চ্যাটার্জী, অভিজিৎ ঘটক , গুরুদাস চ্যাটার্জী, অনিমেষ দাস সহ আরো অনেকে।