Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

রিভারসাইড সাইক্লোথন


 

রিভারসাইড সাইক্লোথন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি এবং বর্ধমান নেহেরু যুব কেন্দ্রের যৌথ উদ্যোগে দামোদর নদের তীর বরাবর সাইকেল ম্যারাথন অনুষ্ঠিত হয়। বুধবার এই ম্যারাথন সাইক্লিংয়ে ৫টি ক্লাব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এদিন ভোর সাড়ে ৫ টায় ১০ কিমি ব্যাপি এই ম্যারাথনের সূচনা হয়। দামোদর নদের স্বচ্ছতায় সচেতনতা ও প্রচারের উদ্দেশ্যেই এই "রিভারসাইড সাইক্লোথন" অনুষ্ঠিত হল পাল্লা এলাকার নদী বাঁধে। 

ম্যারাথন বড়শুল ঘুরে আবার পাল্লাতে এসে শেষ হয়। পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি ছাড়াও এদিন বর্ধমান সাইক্লিং ক্লাব, বোস ফাউন্ডেশন, বর্ধমান এইচআরপিএ, জামালপুরের স্বেচ্ছাসেবী সংগঠন "আকাশ" এর প্রতিনিধিরাও অংশ নেয়। সব থেকে কম সময়ে দূরত্ব অতিক্রম করে সেরার পুরস্কার পায় সুরজিৎ নাথ।

 পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির তরফে সন্দীপন সরকার বলেন, "নদীদূষণ রোধ করতে ও সচেতনতা আনতে ক্লাব প্রতিনিধিদের নিয়ে ম্যারাথন সাইক্লিং অনুষ্ঠিত হয়। যাতে ম্যারাথনে অংশ গ্রহণকারীরা যাত্রাপথে স্বচ্ছতা বিষয়ক নানা বিষয় দেখে তা নিজেদের ক্লাবে প্রচার করতে পারে"।