রিভারসাইড সাইক্লোথন

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন, গণনা ১১ জুলাই # ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

রিভারসাইড সাইক্লোথন


 

রিভারসাইড সাইক্লোথন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি এবং বর্ধমান নেহেরু যুব কেন্দ্রের যৌথ উদ্যোগে দামোদর নদের তীর বরাবর সাইকেল ম্যারাথন অনুষ্ঠিত হয়। বুধবার এই ম্যারাথন সাইক্লিংয়ে ৫টি ক্লাব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এদিন ভোর সাড়ে ৫ টায় ১০ কিমি ব্যাপি এই ম্যারাথনের সূচনা হয়। দামোদর নদের স্বচ্ছতায় সচেতনতা ও প্রচারের উদ্দেশ্যেই এই "রিভারসাইড সাইক্লোথন" অনুষ্ঠিত হল পাল্লা এলাকার নদী বাঁধে। 

ম্যারাথন বড়শুল ঘুরে আবার পাল্লাতে এসে শেষ হয়। পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি ছাড়াও এদিন বর্ধমান সাইক্লিং ক্লাব, বোস ফাউন্ডেশন, বর্ধমান এইচআরপিএ, জামালপুরের স্বেচ্ছাসেবী সংগঠন "আকাশ" এর প্রতিনিধিরাও অংশ নেয়। সব থেকে কম সময়ে দূরত্ব অতিক্রম করে সেরার পুরস্কার পায় সুরজিৎ নাথ।

 পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির তরফে সন্দীপন সরকার বলেন, "নদীদূষণ রোধ করতে ও সচেতনতা আনতে ক্লাব প্রতিনিধিদের নিয়ে ম্যারাথন সাইক্লিং অনুষ্ঠিত হয়। যাতে ম্যারাথনে অংশ গ্রহণকারীরা যাত্রাপথে স্বচ্ছতা বিষয়ক নানা বিষয় দেখে তা নিজেদের ক্লাবে প্রচার করতে পারে"।


Post a Comment

0 Comments