Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রিভারসাইড সাইক্লোথন


 

রিভারসাইড সাইক্লোথন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি এবং বর্ধমান নেহেরু যুব কেন্দ্রের যৌথ উদ্যোগে দামোদর নদের তীর বরাবর সাইকেল ম্যারাথন অনুষ্ঠিত হয়। বুধবার এই ম্যারাথন সাইক্লিংয়ে ৫টি ক্লাব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এদিন ভোর সাড়ে ৫ টায় ১০ কিমি ব্যাপি এই ম্যারাথনের সূচনা হয়। দামোদর নদের স্বচ্ছতায় সচেতনতা ও প্রচারের উদ্দেশ্যেই এই "রিভারসাইড সাইক্লোথন" অনুষ্ঠিত হল পাল্লা এলাকার নদী বাঁধে। 

ম্যারাথন বড়শুল ঘুরে আবার পাল্লাতে এসে শেষ হয়। পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি ছাড়াও এদিন বর্ধমান সাইক্লিং ক্লাব, বোস ফাউন্ডেশন, বর্ধমান এইচআরপিএ, জামালপুরের স্বেচ্ছাসেবী সংগঠন "আকাশ" এর প্রতিনিধিরাও অংশ নেয়। সব থেকে কম সময়ে দূরত্ব অতিক্রম করে সেরার পুরস্কার পায় সুরজিৎ নাথ।

 পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির তরফে সন্দীপন সরকার বলেন, "নদীদূষণ রোধ করতে ও সচেতনতা আনতে ক্লাব প্রতিনিধিদের নিয়ে ম্যারাথন সাইক্লিং অনুষ্ঠিত হয়। যাতে ম্যারাথনে অংশ গ্রহণকারীরা যাত্রাপথে স্বচ্ছতা বিষয়ক নানা বিষয় দেখে তা নিজেদের ক্লাবে প্রচার করতে পারে"।