Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা 


 

এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা  


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের নবগ্রামে কালিমাতা ক্লাবের পক্ষ থেকে একটি এক দিবসীয় আট দলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত প্রধান অশোক ঘোষ সহ অন্যান্যরা। এই প্রতিযোগিতায় ফাইনালে ওঠে  রাহুল একাদশ ও আমার বাংলা নবগ্রাম কালিমাতা ক্লাব। ফাইনাল খেলায় জয়লাভ করে রাহুল একাদশ। বিজয়ী দল হিসেবে তাদের হাতে ২৮০০০ টাকা ও বিজিত দল হিসেবে নবগ্রাম কালিমাতা ক্লাবকে ২৪০০০ টাকা দেওয়া হয়। প্রতিটা খেলাতেই ম্যান অফ দ্য ম্যাচ সহ নানা পুরস্কার দেওয়া হয়। অলোক মাঝি বলেন, বর্তমান প্রজন্মের কাছে খেলাকে আবারও প্রাসঙ্গিক করে তোলার জন্যই মুখ্যমন্ত্রী ক্লাব গুলোকে অনুদান দিচ্ছেন। কারণ খেলাধূলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে।

 মেহেমুদ খান বলেন, মুখ্যমন্ত্রী অনেক দূর পর্যন্ত ভাবেন। একসময় খেলার মাঠগুলো ফাঁকা পড়ে থাকতো। সেই খেলার প্রাণ ফিরিয়ে আনতেই তিনি ক্লাব গুলোকে অনুদান দিচ্ছেন। আর ক্লাবগুলো নানা সামাজিক কাজেও এগিয়ে আসছে। বিধায়ক এবং তিনি দুজনেই কালিমাতা ক্লাবকে ধন্যবাদ জানান।