Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

১০০০ জন দুঃস্থ মানুষকে শীতবস্ত্র দিলো ভারত সেবাশ্রম সঙ্ঘ


 

১০০০ জন দুঃস্থ মানুষকে শীতবস্ত্র দিলো ভারত সেবাশ্রম সঙ্ঘ 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সেবার অঙ্গনে ভারত সেবাশ্রম সঙ্ঘ একটি অতি পরিচিত নাম। যে কোনরকম প্রাকৃতিক দুর্যোগে দুর্গতদের সহায়তায় সেবার হাত প্রসারিত করে ভারত সেবাশ্রম সঙ্ঘ। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের রাণীশ্বর অঞ্চলের প্রত্যন্ত এলাকায় ভারত সেবাশ্রম সঙ্ঘ, বর্ধমান শাখার পক্ষ থেকে সহস্রাধিক মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। 


ভারত সেবাশ্রম সঙ্ঘের বর্ধমান শাখার পক্ষে পান্নালাল ব্যানার্জী জানান, রানীশ্বর অঞ্চলে সরপাহাড়ি, তালডাঙ্গাল, মোহনপুর, অসুরদহ সহ ২০টি গ্রামের ১০০০ জন গরীব,দুঃস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সহ সম্পাদক তথা বর্ধমান শাখার অধ্যক্ষ পরম পূজ্যপাদ স্বামী ভাস্করানন্দজী মহারাজ, রানীশ্বর শাখার অধ্যক্ষ স্বামী নিত্যব্রতানন্দজী মহারাজ সহ সঙ্ঘ স্বেচ্ছাসেবক সমরেন্দ্র ঘোষ এবং অন্যান্য সদস্যবৃন্দ।