চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

১০০০ জন দুঃস্থ মানুষকে শীতবস্ত্র দিলো ভারত সেবাশ্রম সঙ্ঘ


 

১০০০ জন দুঃস্থ মানুষকে শীতবস্ত্র দিলো ভারত সেবাশ্রম সঙ্ঘ 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সেবার অঙ্গনে ভারত সেবাশ্রম সঙ্ঘ একটি অতি পরিচিত নাম। যে কোনরকম প্রাকৃতিক দুর্যোগে দুর্গতদের সহায়তায় সেবার হাত প্রসারিত করে ভারত সেবাশ্রম সঙ্ঘ। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের রাণীশ্বর অঞ্চলের প্রত্যন্ত এলাকায় ভারত সেবাশ্রম সঙ্ঘ, বর্ধমান শাখার পক্ষ থেকে সহস্রাধিক মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। 


ভারত সেবাশ্রম সঙ্ঘের বর্ধমান শাখার পক্ষে পান্নালাল ব্যানার্জী জানান, রানীশ্বর অঞ্চলে সরপাহাড়ি, তালডাঙ্গাল, মোহনপুর, অসুরদহ সহ ২০টি গ্রামের ১০০০ জন গরীব,দুঃস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সহ সম্পাদক তথা বর্ধমান শাখার অধ্যক্ষ পরম পূজ্যপাদ স্বামী ভাস্করানন্দজী মহারাজ, রানীশ্বর শাখার অধ্যক্ষ স্বামী নিত্যব্রতানন্দজী মহারাজ সহ সঙ্ঘ স্বেচ্ছাসেবক সমরেন্দ্র ঘোষ এবং অন্যান্য সদস্যবৃন্দ।