Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস পালিত


 

বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস পালিত 


সেখ সামসুদ্দিন, মেমারি : ভারতের সংবিধান প্রণেতা  বাবাসাহেব বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মেমারিতে। আজ বাবাসাহেব স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে মেমারি নদিপুর মোড়ে বাবা সাহেবের মূর্তিতে মাল্যদান করা হয়। মাল্যদান করেন বর্ধমান সদর মহকুমা শাসক (দক্ষিণ) কৃষ্ণেন্দু কুমার মন্ডল, মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী, বাবাসাহেব স্মৃতিরক্ষা কমিটির সভাপতি ডাঃ সুশীল মুর্মূ, সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী। এছাড়াও মূর্তিতে মাল্যদান করেন ও পুষ্পার্ঘ্য দেন সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি মীর পারভেজ উদ্দিন, বাগিলা পঞ্চায়েত সদস্য প্রলয় কুমার পাল, শিক্ষক নেতা মৃন্ময় ঘোষ, স্মৃতি রক্ষা কমিটির সহ-সভাপতি তথা পৌরসভার সহ প্রশাসক ডঃ কৃষ্ণ বিশ্বাস, সহ-সভাপতি তারকনাথ সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

অনুষ্ঠানে মহকুমা শাসক বাবাসাহেবের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। স্মৃতি রক্ষা কমিটির পক্ষে নিত্যানন্দ ব্যানার্জী বাবা সাহেবের অবদান এবং তার মূর্তি স্থাপন করার পর থেকে এই স্থানে নানান অনুষ্ঠান করার কথা বলেন ও এলাকার মানুষের প্রতি আবেদন রাখেন বাবা সাহেব স্মৃতিরক্ষা কমিটির সাথে একযোগে এই মহান মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে।