বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস পালিত

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস পালিত


 

বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস পালিত 


সেখ সামসুদ্দিন, মেমারি : ভারতের সংবিধান প্রণেতা  বাবাসাহেব বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মেমারিতে। আজ বাবাসাহেব স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে মেমারি নদিপুর মোড়ে বাবা সাহেবের মূর্তিতে মাল্যদান করা হয়। মাল্যদান করেন বর্ধমান সদর মহকুমা শাসক (দক্ষিণ) কৃষ্ণেন্দু কুমার মন্ডল, মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী, বাবাসাহেব স্মৃতিরক্ষা কমিটির সভাপতি ডাঃ সুশীল মুর্মূ, সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী। এছাড়াও মূর্তিতে মাল্যদান করেন ও পুষ্পার্ঘ্য দেন সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি মীর পারভেজ উদ্দিন, বাগিলা পঞ্চায়েত সদস্য প্রলয় কুমার পাল, শিক্ষক নেতা মৃন্ময় ঘোষ, স্মৃতি রক্ষা কমিটির সহ-সভাপতি তথা পৌরসভার সহ প্রশাসক ডঃ কৃষ্ণ বিশ্বাস, সহ-সভাপতি তারকনাথ সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

অনুষ্ঠানে মহকুমা শাসক বাবাসাহেবের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। স্মৃতি রক্ষা কমিটির পক্ষে নিত্যানন্দ ব্যানার্জী বাবা সাহেবের অবদান এবং তার মূর্তি স্থাপন করার পর থেকে এই স্থানে নানান অনুষ্ঠান করার কথা বলেন ও এলাকার মানুষের প্রতি আবেদন রাখেন বাবা সাহেব স্মৃতিরক্ষা কমিটির সাথে একযোগে এই মহান মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে।


Post a Comment

0 Comments