Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস পালিত


 

বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস পালিত 


সেখ সামসুদ্দিন, মেমারি : ভারতের সংবিধান প্রণেতা  বাবাসাহেব বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মেমারিতে। আজ বাবাসাহেব স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে মেমারি নদিপুর মোড়ে বাবা সাহেবের মূর্তিতে মাল্যদান করা হয়। মাল্যদান করেন বর্ধমান সদর মহকুমা শাসক (দক্ষিণ) কৃষ্ণেন্দু কুমার মন্ডল, মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী, বাবাসাহেব স্মৃতিরক্ষা কমিটির সভাপতি ডাঃ সুশীল মুর্মূ, সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী। এছাড়াও মূর্তিতে মাল্যদান করেন ও পুষ্পার্ঘ্য দেন সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি মীর পারভেজ উদ্দিন, বাগিলা পঞ্চায়েত সদস্য প্রলয় কুমার পাল, শিক্ষক নেতা মৃন্ময় ঘোষ, স্মৃতি রক্ষা কমিটির সহ-সভাপতি তথা পৌরসভার সহ প্রশাসক ডঃ কৃষ্ণ বিশ্বাস, সহ-সভাপতি তারকনাথ সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

অনুষ্ঠানে মহকুমা শাসক বাবাসাহেবের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। স্মৃতি রক্ষা কমিটির পক্ষে নিত্যানন্দ ব্যানার্জী বাবা সাহেবের অবদান এবং তার মূর্তি স্থাপন করার পর থেকে এই স্থানে নানান অনুষ্ঠান করার কথা বলেন ও এলাকার মানুষের প্রতি আবেদন রাখেন বাবা সাহেব স্মৃতিরক্ষা কমিটির সাথে একযোগে এই মহান মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে।