Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

দুর্গাপুর পৌর নিগমের মেয়রের পদত্যাগ, নতুন মেয়র নিয়ে জল্পনা শুরু


 

দুর্গাপুর পৌর নিগমের মেয়রের পদত্যাগ, নতুন মেয়র নিয়ে জল্পনা শুরু


কাজল মিত্র, আসানসোল : দুর্গাপুর পৌর নিগমের নতুন মেয়র কে হচ্ছেন সেই নিয়ে জোর জল্পনা চলছে। কাকে ওই পদে আনা হতে পারে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার দলীয় নেতৃত্বের কেউই আন্দাজ করতে পারছেন না। তবে জানা গেছে, আগামী ২১ ডিসেম্বর দুর্গাপুরের নতুন মেয়র দায়িত্ব নেবেন। উল্লেখ্য সোমবার রাতে হঠাৎ দুর্গাপুর পৌর নিগমের মেয়র পদত্যাগ করে বসেন। আর এর পরেই দুর্গাপুর পৌর নিগমের সমস্ত কাউন্সিলার দের নিয়ে এক বিশেষ বৈঠক করে পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্ব। জানা গেছে মঙ্গলবার আসানসোলের পাঁচগাছিয়ায় অবস্থিত তৃণমূল কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বিশেষ বৈঠক। আর এদিনের এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক বিধান উপাধ্যায়। পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। 

আর এদিনের এই বৈঠক শেষে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি বিধান উপাধ্যায় বলেন, দুর্গাপুরের মেয়র পদ্যতাগ করার পর এই বৈঠক করা হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থি পদত্যাগ করেছেন।  আগামী ২১ শে ডিসেম্বর দুর্গাপুরের পরবর্তী নতুন মেয়র পদে শপথ গ্রহণ হবে। তবে সেই পদে কে মেয়র হচ্ছেন তা নিয়ে এদিন কিছুই বলেননি তিনি।