চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

মাঠে ঘাটে বিধায়ক


 

মাঠে ঘাটে বিধায়ক 


অতনু হাজরা, শংকরপুর : রাজ্যের মুখ্যমন্ত্রী বার বার বিধায়কদের উদ্দেশ্যে বলেছেন সর্বদা মানুষের পাশে থাকতে হবে এবং তাদের সহজ স্বাভাবিক জীবন যাপন করতে হবে। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন পূর্ব বর্ধমানের জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি। সদ্য হয়ে যাওয়া নিম্নচাপের বৃষ্টির পর নিজের বিধানসভার মানুষের পাশে যেমন দাঁড়িয়েছেন ঠিক তেমনিই নিজের এলাকার মানুষের পাশেও দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। শুধু তাই নয় তিনি জীবন যাপনও করেন খুব সহজ সরল ভাবে। নিজের যেটুকু জমি আছে তা নিজের হাতেই চাষ করেন। চাষীভাইদের সাথে কাস্তে নিয়ে নেমে পড়েন মাঠে। এই অকালবৃষ্টিতে তাঁর নিজের জমির ধানও জলের তলায় চলে যায়।

 বুধবার সেই ধান মাঠে গিয়ে অন্যান্য সকলের সাথে নিজে কেটে তা জমি থেকে মাথায় করে বয়ে আনেন। সত্যিই এ এক অনন্য নজির একজন বিধায়ক কাঁধে ও মাথায় করে ধান বইছেন তা খুব একটা দেখা যায়না। তিনি বলেন তাঁদের সরকার মা মাটি মানুষের সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত সাদা- মাটা, সহজ সরল ভাবে জীবন যাপন করেন। তাঁর সৈনিক হিসাবে তিনি তাঁকেই অনুসরণ করছেন মাত্র।