Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মাঠে ঘাটে বিধায়ক


 

মাঠে ঘাটে বিধায়ক 


অতনু হাজরা, শংকরপুর : রাজ্যের মুখ্যমন্ত্রী বার বার বিধায়কদের উদ্দেশ্যে বলেছেন সর্বদা মানুষের পাশে থাকতে হবে এবং তাদের সহজ স্বাভাবিক জীবন যাপন করতে হবে। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন পূর্ব বর্ধমানের জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি। সদ্য হয়ে যাওয়া নিম্নচাপের বৃষ্টির পর নিজের বিধানসভার মানুষের পাশে যেমন দাঁড়িয়েছেন ঠিক তেমনিই নিজের এলাকার মানুষের পাশেও দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। শুধু তাই নয় তিনি জীবন যাপনও করেন খুব সহজ সরল ভাবে। নিজের যেটুকু জমি আছে তা নিজের হাতেই চাষ করেন। চাষীভাইদের সাথে কাস্তে নিয়ে নেমে পড়েন মাঠে। এই অকালবৃষ্টিতে তাঁর নিজের জমির ধানও জলের তলায় চলে যায়।

 বুধবার সেই ধান মাঠে গিয়ে অন্যান্য সকলের সাথে নিজে কেটে তা জমি থেকে মাথায় করে বয়ে আনেন। সত্যিই এ এক অনন্য নজির একজন বিধায়ক কাঁধে ও মাথায় করে ধান বইছেন তা খুব একটা দেখা যায়না। তিনি বলেন তাঁদের সরকার মা মাটি মানুষের সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত সাদা- মাটা, সহজ সরল ভাবে জীবন যাপন করেন। তাঁর সৈনিক হিসাবে তিনি তাঁকেই অনুসরণ করছেন মাত্র।