মাঠে ঘাটে বিধায়ক

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

মাঠে ঘাটে বিধায়ক


 

মাঠে ঘাটে বিধায়ক 


অতনু হাজরা, শংকরপুর : রাজ্যের মুখ্যমন্ত্রী বার বার বিধায়কদের উদ্দেশ্যে বলেছেন সর্বদা মানুষের পাশে থাকতে হবে এবং তাদের সহজ স্বাভাবিক জীবন যাপন করতে হবে। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে চলেছেন পূর্ব বর্ধমানের জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি। সদ্য হয়ে যাওয়া নিম্নচাপের বৃষ্টির পর নিজের বিধানসভার মানুষের পাশে যেমন দাঁড়িয়েছেন ঠিক তেমনিই নিজের এলাকার মানুষের পাশেও দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। শুধু তাই নয় তিনি জীবন যাপনও করেন খুব সহজ সরল ভাবে। নিজের যেটুকু জমি আছে তা নিজের হাতেই চাষ করেন। চাষীভাইদের সাথে কাস্তে নিয়ে নেমে পড়েন মাঠে। এই অকালবৃষ্টিতে তাঁর নিজের জমির ধানও জলের তলায় চলে যায়।

 বুধবার সেই ধান মাঠে গিয়ে অন্যান্য সকলের সাথে নিজে কেটে তা জমি থেকে মাথায় করে বয়ে আনেন। সত্যিই এ এক অনন্য নজির একজন বিধায়ক কাঁধে ও মাথায় করে ধান বইছেন তা খুব একটা দেখা যায়না। তিনি বলেন তাঁদের সরকার মা মাটি মানুষের সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত সাদা- মাটা, সহজ সরল ভাবে জীবন যাপন করেন। তাঁর সৈনিক হিসাবে তিনি তাঁকেই অনুসরণ করছেন মাত্র।


Post a Comment

0 Comments