Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বঙ্গ জননী বাহিনীকে শক্তিশালী করতে নির্দেশ দিলেন মন্ত্রী মলয় ঘটক

 


বঙ্গ জননী বাহিনীকে শক্তিশালী করতে নির্দেশ দিলেন মন্ত্রী মলয় ঘটক 


কাজল মিত্র, আসানসোল : আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের পলাশডিহা তৃণমূল কংগ্রেস বঙ্গ জননী বাহিনী ৩ নম্বর বোরো কমিটির  সভাপতি রাখি রায়ের উদ্যোগে বঙ্গ জননী মিলন উৎসবের আয়োজন করা হয়েছিল। রবিবার এই উৎসবে বঙ্গ জননী বাহিনী ও তৃণমূলের শতাধিক মহিলা উৎসাহের সাথে অংশ নেন। 

আসানসোল উত্তরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের আইন ও পূর্ত মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এছাড়াও এই উৎসবে উপস্থিত ছিলেন প্রবীণ তৃণমূল নেতা শিবদাসন দাসু জেলায় দল সম্প্রসারণে তৃণমূলের নারী নেত্রী ও কর্মীদের ভূমিকার প্রশংসা করে প্রধান অতিথি তাদের ধন্যবাদ জানান ও সম্মাননা জানান। শুধু তাই নয় তৃণমূলের এই মহিলা শাখাকে আরও শক্তিশালী করতে দলের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা প্রয়োজন, দলের সিনিয়র নেতারা তাদের সহযোগিতা করবেন। 

তৃণমূলের মহিলা শাখা তৃণমূলের জেলা কমিটি রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের এই বক্তব্যের জন্য তাকে সাধুবাদ জানিয়েছে। পাশাপাশি দলের প্রতি বিশ্বস্তভাবে কাজ করার সংকল্প করেছে। এসময় বঙ্গ জননী বাহিনীর মহিলারাও একসঙ্গে উপস্থিত থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান বঙ্গ জননী বাহিনী সভানেত্রী আল্পনা ব্যানার্জী, বঙ্গ জননী বাহিনীর কার্যকরী সভাপতি সি কে রেশমা, রীনা মুখার্জী, সাধারণ সম্পাদক জামাল সিং সহ-সভাপতি সঙ্গীতা হেলা সহ তৃণমূল মহিলা শাখা, বঙ্গ জননীর সঙ্গে যুক্ত তৃণমূলের বহু নেতা ও সহকর্মী ও সমাজকর্মী মৃত্যুঞ্জয় রাই উপস্থিত ছিলেন।