বিনাব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির
অতনু হাজরা, জামালপুর : জামালপুর লায়ন্স ক্লাবের সহযোগিতায় ও বেত্রাগর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আজ ক্লাব প্রাঙ্গনে একটি বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির করা হয়। জামালপুরে লায়ন্স ক্লাবের চিকিৎসকরা যত্ন সহকারে চক্ষু পরীক্ষা করেন। এই শিবিরে গ্রামবাসীদের চোখ পরীক্ষা করে তাদের চশমার ব্যবস্থাও করা হয়।
কারোর বিশেষ অসুবিধা হলে তাঁকে লায়ন্স ক্লাবে যোগাযোগ করতে বলা হয়। প্রেসার ও সুগার মাপারও ব্যবস্থা ছিল। ক্লাবের কর্মকর্তা বলেন, তাঁরা সারাবছরের বিভিন্ন সময় কিছু না কিছু এই ধরণের কাজ করে থাকেন। তাঁদের ডাকে সাড়া দিয়ে লায়ন্স ক্লাব এই সুযোগ দেওয়ার জন্য তিনি তাঁদের ধন্যবাদ জানান।
প্রসঙ্গত জামালপুরে লায়ন্স ক্লাব তাঁদের এই সেবা পরিষেবা প্রত্যন্ত জায়গার মানুষের কাছে পৌঁছে দিতে এই ধরণের শিবির বা ক্যাম্প করেই থাকে।
0 Comments