বিনাব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

বিনাব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির


 

বিনাব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির 


অতনু হাজরা, জামালপুর :  জামালপুর লায়ন্স ক্লাবের সহযোগিতায় ও বেত্রাগর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আজ ক্লাব প্রাঙ্গনে একটি বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির করা হয়। জামালপুরে লায়ন্স ক্লাবের চিকিৎসকরা যত্ন সহকারে চক্ষু পরীক্ষা করেন। এই শিবিরে গ্রামবাসীদের চোখ পরীক্ষা করে তাদের চশমার ব্যবস্থাও করা হয়।

 কারোর বিশেষ অসুবিধা হলে তাঁকে লায়ন্স ক্লাবে যোগাযোগ করতে বলা হয়। প্রেসার ও সুগার মাপারও ব্যবস্থা ছিল। ক্লাবের কর্মকর্তা বলেন, তাঁরা সারাবছরের বিভিন্ন সময় কিছু না কিছু এই ধরণের কাজ করে থাকেন। তাঁদের ডাকে সাড়া দিয়ে লায়ন্স ক্লাব এই সুযোগ দেওয়ার জন্য তিনি তাঁদের ধন্যবাদ জানান।

 প্রসঙ্গত জামালপুরে লায়ন্স ক্লাব তাঁদের এই সেবা পরিষেবা প্রত্যন্ত জায়গার মানুষের কাছে পৌঁছে দিতে এই ধরণের শিবির বা ক্যাম্প করেই থাকে।


Post a Comment

0 Comments