Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মানবাধিকার দিবস পালনে 'গ্রিণেথন' সাইকেল ম্যারাথন


 

মানবাধিকার দিবস পালনে 'গ্রিণেথন' সাইকেল ম্যারাথন



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মানবাধিকার দিবস পালনে বর্ধমান সাইক্লিং ক্লাবের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক বিভাগের সহায়তায় এবং একটি বেসরকারী ব্যাঙ্কের ব্যবস্থাপনায় সাইক্লোথন বা সাইকেল ম্যারাথন অনুষ্ঠিত হল। "গ্রিণেথন" নামক এই সাইকেল ম্যারাথনে  দুই শতাধিক যুবক-যুবতী আজ অংশ নেয়। বর্ধমান শহরের ভাঙ্গাকুটি থেকে শুরু হয়ে পারবীরহাটা পরিক্রমা করে পুনরায় ভাঙ্গাকুটিতে এসে এই ম্যারাথন শেষ হয়। বর্ধমান শহরের বুকে এখন অবধি অনুষ্ঠিত হওয়া এটি সর্ব বৃহৎ সাইক্লোথন, বর্ধমান সাইক্লিং ক্লাব ও পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশ কর্মীরা ছাড়াও বর্ধমান রাজ কলেজ এনএসএস, পাল্লা রোড পল্লিমঙ্গল সমিতি, হিউম্যান রাইটস  প্রোটেকশন অ্যাসোসিয়েশন, শক্তিগড় অ্যাডভান্স ট্রেনিং অ্যাকাডেমি, বর্ধমান স্টান্ট রাইডার গ্রুপের সদস্যরা সহ অনেকে অংশ নেয় সাইকেল ম্যারাথনে।

 "গ্রিণেথন" এর উদ্বোধন করেন জেলার সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) অতনু ব্যানার্জী।  বর্ধমান সাইক্লিং ক্লাবের তরফে সন্দীপন সরকার বলেন, "ব্যানার পোস্টার প্লাকার্ড নিয়ে পথ নিরাপত্তা সচেতনতা,  কম দূরত্বের পথ সাইকেলে পাড়ি দিয়ে পরিবেশ দূষণ কমানো নিয়ে প্রচার চালানো হয় এদিন, পাশাপাশি মানবাধিকার বিষয়েও সচেতনতা প্রচার চালানো হয়"। ম্যারাথন শেষে সফল প্রতিযোগিদের সার্টিফিকেট প্রদান করা হয়।