মানবাধিকার দিবস পালনে 'গ্রিণেথন' সাইকেল ম্যারাথন

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন, গণনা ১১ জুলাই # ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

মানবাধিকার দিবস পালনে 'গ্রিণেথন' সাইকেল ম্যারাথন


 

মানবাধিকার দিবস পালনে 'গ্রিণেথন' সাইকেল ম্যারাথন



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মানবাধিকার দিবস পালনে বর্ধমান সাইক্লিং ক্লাবের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক বিভাগের সহায়তায় এবং একটি বেসরকারী ব্যাঙ্কের ব্যবস্থাপনায় সাইক্লোথন বা সাইকেল ম্যারাথন অনুষ্ঠিত হল। "গ্রিণেথন" নামক এই সাইকেল ম্যারাথনে  দুই শতাধিক যুবক-যুবতী আজ অংশ নেয়। বর্ধমান শহরের ভাঙ্গাকুটি থেকে শুরু হয়ে পারবীরহাটা পরিক্রমা করে পুনরায় ভাঙ্গাকুটিতে এসে এই ম্যারাথন শেষ হয়। বর্ধমান শহরের বুকে এখন অবধি অনুষ্ঠিত হওয়া এটি সর্ব বৃহৎ সাইক্লোথন, বর্ধমান সাইক্লিং ক্লাব ও পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশ কর্মীরা ছাড়াও বর্ধমান রাজ কলেজ এনএসএস, পাল্লা রোড পল্লিমঙ্গল সমিতি, হিউম্যান রাইটস  প্রোটেকশন অ্যাসোসিয়েশন, শক্তিগড় অ্যাডভান্স ট্রেনিং অ্যাকাডেমি, বর্ধমান স্টান্ট রাইডার গ্রুপের সদস্যরা সহ অনেকে অংশ নেয় সাইকেল ম্যারাথনে।

 "গ্রিণেথন" এর উদ্বোধন করেন জেলার সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) অতনু ব্যানার্জী।  বর্ধমান সাইক্লিং ক্লাবের তরফে সন্দীপন সরকার বলেন, "ব্যানার পোস্টার প্লাকার্ড নিয়ে পথ নিরাপত্তা সচেতনতা,  কম দূরত্বের পথ সাইকেলে পাড়ি দিয়ে পরিবেশ দূষণ কমানো নিয়ে প্রচার চালানো হয় এদিন, পাশাপাশি মানবাধিকার বিষয়েও সচেতনতা প্রচার চালানো হয়"। ম্যারাথন শেষে সফল প্রতিযোগিদের সার্টিফিকেট প্রদান করা হয়।


Post a Comment

0 Comments