Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

মানবাধিকার দিবস পালনে 'গ্রিণেথন' সাইকেল ম্যারাথন


 

মানবাধিকার দিবস পালনে 'গ্রিণেথন' সাইকেল ম্যারাথন



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মানবাধিকার দিবস পালনে বর্ধমান সাইক্লিং ক্লাবের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক বিভাগের সহায়তায় এবং একটি বেসরকারী ব্যাঙ্কের ব্যবস্থাপনায় সাইক্লোথন বা সাইকেল ম্যারাথন অনুষ্ঠিত হল। "গ্রিণেথন" নামক এই সাইকেল ম্যারাথনে  দুই শতাধিক যুবক-যুবতী আজ অংশ নেয়। বর্ধমান শহরের ভাঙ্গাকুটি থেকে শুরু হয়ে পারবীরহাটা পরিক্রমা করে পুনরায় ভাঙ্গাকুটিতে এসে এই ম্যারাথন শেষ হয়। বর্ধমান শহরের বুকে এখন অবধি অনুষ্ঠিত হওয়া এটি সর্ব বৃহৎ সাইক্লোথন, বর্ধমান সাইক্লিং ক্লাব ও পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশ কর্মীরা ছাড়াও বর্ধমান রাজ কলেজ এনএসএস, পাল্লা রোড পল্লিমঙ্গল সমিতি, হিউম্যান রাইটস  প্রোটেকশন অ্যাসোসিয়েশন, শক্তিগড় অ্যাডভান্স ট্রেনিং অ্যাকাডেমি, বর্ধমান স্টান্ট রাইডার গ্রুপের সদস্যরা সহ অনেকে অংশ নেয় সাইকেল ম্যারাথনে।

 "গ্রিণেথন" এর উদ্বোধন করেন জেলার সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) অতনু ব্যানার্জী।  বর্ধমান সাইক্লিং ক্লাবের তরফে সন্দীপন সরকার বলেন, "ব্যানার পোস্টার প্লাকার্ড নিয়ে পথ নিরাপত্তা সচেতনতা,  কম দূরত্বের পথ সাইকেলে পাড়ি দিয়ে পরিবেশ দূষণ কমানো নিয়ে প্রচার চালানো হয় এদিন, পাশাপাশি মানবাধিকার বিষয়েও সচেতনতা প্রচার চালানো হয়"। ম্যারাথন শেষে সফল প্রতিযোগিদের সার্টিফিকেট প্রদান করা হয়।