Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সাহিত্য পত্রিকা প্রকাশ অনুষ্ঠান


 

সাহিত্য পত্রিকা প্রকাশ অনুষ্ঠান 


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের একটি ষান্মাসিক সাহিত্য পত্রিকা প্রবাহ। সম্পাদনা করেন শুভাশীষ হালদার ওরফে বেনু। অনেক কষ্টকরে স্থানীয় লেখক বা কবিদের লেখা সংগ্রহ করে বছরে দুবার পত্রিকাটি প্রকাশ করেন। আজকের এই ইন্টারনেটের যুগে আধুনিক প্রজন্মের কাছে এই পত্রিকার গুরুত্ব অনেক কমে গেছে। কিন্তু বাংলার কৃষ্টি ও সৃষ্টিকে হারিয়ে  যেতে  দিতে চান না শুভাশীষ বাবুর মতো সাহিত্যপ্রেমী মানুষেরা। যাঁরা নেশার মত এই পত্রিকা গুলো চালিয়ে যান অনেক আর্থিক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে। সেই পত্রিকার প্রকাশের একটি অনুষ্ঠান হলো জামালপুর উচ্চ বিদ্যালয়ে। পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরে পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, পত্রিকার সম্পাদক শুভাশীষ হালদার, বিশিষ্ট সাহিত্যিক সতিরঞ্জন আদক, ছড়াকার বিজন দাস,  সুগায়ক তথা শিক্ষাবিদ কৃষ্ণবন্ধু বন্দোপাধ্যায়, বিশিষ্ট কবি ও চিকিৎসক সুরমান আলী, হাফিজুর রহমান মল্লিক সহ প্রবাহ পরিবারের সদস্যরা।

 পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান বলেন, এই ধরণের অনুষ্ঠানে আসতে পেরে তাঁর খুবই ভালো লাগছে। তিনি কথা দেন ব্লকে কতজন এরকম লেখা লেখি করেন তাঁর একটা তালিকা তাঁকে জমা দিতে।  তিনি সকলকে একদিন তাঁর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে  সম্মানিত করবেন। এছাড়া যাঁরা এই রকম পত্রিকা প্রকাশ করেন তাঁদের কিভাবে আর্থিক সাহায্য করা যায় সে বিষয়টা তিনি দেখবেন। কবিতায়, বক্তব্যে ও গানে রবিবাসরীয় অনুষ্ঠান জমজমাট হয়ে উঠেছিল। সম্পাদক শুভাশীষ হালদার বলেন, খুবই আর্থিক কষ্টের মধ্যে তাঁদের বই প্রকাশ করতে হয়। আজ প্রবাহের ৮ বছর বয়স হলো। এই প্রবাহ চালাতে এলাকার দুজন মানুষ সজল কোলে ও রবীন্দ্রনাথ। জোশ আর্থিক সাহায্য জুগিয়ে যাচ্ছে আজও। তিনি তাঁদের আন্তরিক কৃতজ্ঞতা জানান। এদিনের অনুষ্ঠানে তাঁদের একটি মোমেন্টো ও উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়।