বিজেপির বিডিও অফিস অভিযান
অতনু হাজরা, জামালপুর : রাজ্য জুড়ে চলছে বিজেপি কিষান মোর্চার বিডিও অফিস অভিযান। পূর্ব বর্ধমান জেলাও তার ব্যতিক্রম নয়। পূর্ব বর্ধমানের জামালপুরে বিজেপি কিষান মোর্চার পক্ষ থেকে ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক-কে ডেপুটেশন দেওয়া হয়। মূলত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে বীজ ও সার প্রদান, প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষককে ক্ষতিপূরণের প্যাকেজ, আত্মহত্যাকারী কৃষকের পরিবারকে ২০ লক্ষ টাকার ক্ষতিপূরণ, পেট্রোল ডিজেলের উপর থেকে রাজ্যের শেস কমানো, কৃষি কাজের জন্য বিনামুল্যে বিদ্যুৎ এই দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয়।
উপস্থিত ছিলেন কিষান মোর্চার জেলা সভাপতি দেবাশীষ সরকার, জেলা নেতৃত্ব রামকৃষ্ণ চক্রবর্তী ছাড়াও জিতেন ডকাল, সুধাময় ব্যানার্জী, তপন বাছার সহ অন্যান্যরা।