Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

মেয়েদের বিয়ের বয়স বাড়তে চলেছে


মেয়েদের বিয়ের বয়স বাড়তে চলেছে

 

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মেয়েদের বিয়ের বয়স বাড়তে চলেছে। এখন ১৮ বছর পূর্ণ হলেই সরকারি নিয়ম অনুযায়ী মেয়েরা বিয়ের পিঁড়িতে বসতে পারে বা পাকাপাকি নিজের জীবন সঙ্গী খুঁজে ঘর বাঁধতে পারে। তবে এই নিয়মের বদল হচ্ছে খুব তাড়াতাড়ি। মেয়েদের বিয়ের ন্যূনতম বয়সসীমা ২১ বছর হতে চলেছে। ১৫ ডিসেম্বর এই প্রস্তাবে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এরপর প্রস্তাব বিলের আকারে সংসদে পেশ করা হবে আর সেই বিল সংসদে পাস হলেই সেটা আইনে পরিণত হবে। ফলে পুরুষ ও মহিলাদের মধ্যে বিয়ের বয়সের ব্যবধানের এই ফারাক আর থাকবে না। বর্তমানে বাবা-মায়ের অনুমতি থাকলে আইনসম্মত ভাবে ১৮ বছর বয়সে বিয়ে করতে পারে মেয়েরা। কিন্তু সরকার বেশ কিছুদিন ধরেই ভাবনা চিন্তা করছিল যদি এই বয়সটা আরও খানিকটা বাড়িয়ে দেওয়া যায়। জানা গেছে, গত অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন।

উল্লেখ্য মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর থাকা উচিত কিনা তার পূর্ণবিবেচনার দাবি উঠেছিল। তারই  প্রেক্ষিতে ২০২০ সালের জুন মাসে কেন্দ্রীয় সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের তরফে মেয়েদের বিয়ের বয়স পূনর্বিবেচনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছিলো তার রিপোর্ট এসেছে। কমিটির রিপোর্টে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করার প্রস্তাব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা সেই প্রস্তাবেই ছাড় দিয়েছে। এখন শুধু আইন প্রনয়নের অপেক্ষা।

                                                   ছবি : ইন্টারনেট থেকে