মহতী রক্তদান শিবির

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন, গণনা ১১ জুলাই # ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

মহতী রক্তদান শিবির


 

মহতী রক্তদান শিবির 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী :  কালনার নান্দাই গ্রাম পঞ্চায়েতের পারদুফসা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্টিত হলো এক মহতী রক্তদান শিবির। রুস্তম মন্ডলের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতেই এই রক্তদান শিবিরের আয়োজন। শনিবার এই রক্তদান শিবিরে  প্রায় পঞ্চাশ জন রক্ত দান করেছেন। বিশেষ করে মহিলাদের মধ্যে রক্ত দান করার উপস্থিতি খুবই উল্লেখযোগ্য। 

উদ্যোক্তাদের তরফে প্রণয় সাহা জানান, এলাকার মানুষের  উৎসাহ উদ্দীপনায় এই রক্তদান শিবির সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে। সকলেই স্বতঃস্ফূর্ত ভাবে সাহায্য করেছেন। এই সংস্থার সম্পাদক সম্রাট  সরকার বিশেষ উদ্যোগ নিয়ে পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এই শিবির অনুষ্ঠিত করেছেন এবং এই সংস্থার মাধ্যমে বিশেষ করে গরিব মানুষের রক্তের প্রয়োজনে নিজেদের রক্ত দিয়ে সাহায্য করেন। রক্তদান শিবির আয়োজনে কোয়েস্ট পর লাইফ এবং কালনা মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক বিশেষ ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল।


Post a Comment

0 Comments