মহতী রক্তদান শিবির
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কালনার নান্দাই গ্রাম পঞ্চায়েতের পারদুফসা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্টিত হলো এক মহতী রক্তদান শিবির। রুস্তম মন্ডলের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতেই এই রক্তদান শিবিরের আয়োজন। শনিবার এই রক্তদান শিবিরে প্রায় পঞ্চাশ জন রক্ত দান করেছেন। বিশেষ করে মহিলাদের মধ্যে রক্ত দান করার উপস্থিতি খুবই উল্লেখযোগ্য।
উদ্যোক্তাদের তরফে প্রণয় সাহা জানান, এলাকার মানুষের উৎসাহ উদ্দীপনায় এই রক্তদান শিবির সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে। সকলেই স্বতঃস্ফূর্ত ভাবে সাহায্য করেছেন। এই সংস্থার সম্পাদক সম্রাট সরকার বিশেষ উদ্যোগ নিয়ে পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এই শিবির অনুষ্ঠিত করেছেন এবং এই সংস্থার মাধ্যমে বিশেষ করে গরিব মানুষের রক্তের প্রয়োজনে নিজেদের রক্ত দিয়ে সাহায্য করেন। রক্তদান শিবির আয়োজনে কোয়েস্ট পর লাইফ এবং কালনা মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক বিশেষ ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল।