চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির


 

রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির 


গৌতম দাস, ভান্ডারডিহি : বর্ধমানের বাজেপ্রতাপপুর  রামকৃষ্ণ মিশন আশ্রমের পক্ষ থেকে রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির আয়োজিত হল ভান্ডারডিহিতে।  বর্ধমান ১ নম্বর ব্লকের বণ্ডুল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে ভান্ডারডিহিতে রামকৃষ্ণ মিশনের সারদাপল্লী বিকাশ প্রজেক্ট চত্বরে এলাকার মানুষ লাইন দিয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান।

স্বাস্থ্য শিবিরে কলকাতার ট্রপিক্যাল মেডিসিন এর বিশেষজ্ঞ চিকিৎসক নিতাই প্রামাণিক সহ অন্যান্য চিকিৎসকরা আগত মানুষজনের স্বাস্থ্য পরীক্ষা করেন। বর্ধমান রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী অজ্ঞেয়ানন্দ মহারাজ জানান, আগামী ২৬ ডিসেম্বর মা সারদা দেবীর জন্ম বার্ষিকীর উৎসব এর প্রাক্কালে এই কর্মসূচির আয়োজন করেছে রামকৃষ্ণ মিশন আশ্রম।

 বর্ধমান ১ ব্লকের ভান্ডারডিহি, বাকলসা, কামারকিতা, বন্ডুল, ফরিদপুর, নেড়াগোয়ালিয়া, গোপালনগর, কুড়মুন সহ বিভিন্ন এলাকার মানুষ মেডিকেল চেকআপের জন্য ভিড় করেন। এই সমস্ত এলাকার মানুষের কথা ভাবনা চিন্তা করেই রামকৃষ্ণ মিশন আশ্রম এই পরিষেবা দেবার সিদ্ধান্ত নেয়। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্রও দেওয়া হয়।  

এছাড়া এদিন রক্তদান শিবিরে প্রায় ১০০ জন রক্তদান করেন। উপস্থিত সকলের মধ্যে টিফিন সহ দুপুরে ঠাকুরের ভোগ বিতরণ করা হয়।