Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

গণসম্বর্ধনায় সম্মানিত বিধায়ক নিশীথ কুমার মালিক


 

গণসম্বর্ধনায় সম্মানিত বিধায়ক নিশীথ কুমার মালিক 


অর্ঘ্য ব্যানার্জী, বড়শুল : গণসম্বর্ধনায় সম্মানিত বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। রবিবার সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বড়শুল কিশোর সংঘের মঞ্চে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক নিশীথ কুমার মালিক ও বড়শুল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান গৌরাঙ্গ লাল বসু। 

এদিন বড়শুল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৫০টি ক্লাব সংগঠন, এন জি ও এবং দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে বিধায়ক নিশীথ কুমার মালিক-কে পুষ্পস্তবক, উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। এদিন অনেক মহিলা পরিচালিত ক্লাবের সদস্যারাও  উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের সম্পাদক পার্থ ঘোষ।