গণসম্বর্ধনায় সম্মানিত বিধায়ক নিশীথ কুমার মালিক

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

গণসম্বর্ধনায় সম্মানিত বিধায়ক নিশীথ কুমার মালিক


 

গণসম্বর্ধনায় সম্মানিত বিধায়ক নিশীথ কুমার মালিক 


অর্ঘ্য ব্যানার্জী, বড়শুল : গণসম্বর্ধনায় সম্মানিত বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। রবিবার সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বড়শুল কিশোর সংঘের মঞ্চে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক নিশীথ কুমার মালিক ও বড়শুল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান গৌরাঙ্গ লাল বসু। 

এদিন বড়শুল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৫০টি ক্লাব সংগঠন, এন জি ও এবং দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে বিধায়ক নিশীথ কুমার মালিক-কে পুষ্পস্তবক, উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। এদিন অনেক মহিলা পরিচালিত ক্লাবের সদস্যারাও  উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের সম্পাদক পার্থ ঘোষ।



Post a Comment

0 Comments