Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

২৫ ডিসেম্বর থেকে ৪৭ তম জুনিয়র ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ বর্ধমানে


 

২৫ ডিসেম্বর থেকে ৪৭ তম জুনিয়র ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ বর্ধমানে 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : জুনিয়র ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ (বয়েজ এ্যান্ড গার্লস) আয়োজিত হতে চলেছে বর্ধমানে। আগামী ২৫ ডিসেম্বর বর্ধমান শহরে অরবিন্দ স্টেডিয়ামে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। প্রতিযোগিতার আয়োজক বর্ধমান জেলা ভলিবল এবং বাস্কেটবল অ্যাসোসিয়েশন। বুধবার বিকেলে আয়োজক সংগঠনের যুগ্ম সম্পাদক উত্তম সেনগুপ্ত এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, এই প্রতিযোগিতায় মোট ৫৪টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে পুরুষ বিভাগে ২৮টি এবং মহিলা বিভাগে ২৬টি দল অংশ নেবে। ৪৭ তম জুনিয়র ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নসিপের এই প্রতিযোগিতা ২৫ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। জাতীয় স্তরের প্রতিযোগিতা মূলক খেলা বর্ধমান শহরে অনুষ্ঠিত হচ্ছে সেই বার্তা ছড়িয়ে দিতে ২৫ ডিসেম্বর  'ভলির জন্য হাঁটুন' এই শ্লোগানকে সামনে রেখে একটি পদযাত্রা বর্ধমান শহরে পরিক্রমা করবে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন সহ জেলার সকল বিধায়কগণ। মেয়েদের খেলা অনুষ্ঠিত হবে শহরের শাঁকারিপুকুর অগ্রদূত সংঘের মাঠে। ছেলেদের খেলা হবে অরবিন্দ স্টেডিয়ামে।

এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা ভলিবল ও বাস্কেটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বনবিহারী যশ, সহ সভাপতি উজ্জ্বল প্রামাণিক, বিবেকানন্দ সেন, সমরেন্দ্র কুন্ডু, ভলিবল সম্পাদক স্মরজিৎ মজুমদার, সদস্য প্রাক্তন বিধায়ক সুভাষ মন্ডল সহ অন্যান্য কর্মকর্তাগণ।