Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

অল ইন্ডিয়া ইন্টার স্কুল ও সিনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপে পূর্ব বর্ধমানের ১৩ টি পদক


 

অল ইন্ডিয়া ইন্টার স্কুল ও সিনিয়র ক্যারাটে  চ্যাম্পিয়নশিপে পূর্ব বর্ধমানের ১৩ টি পদক 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ১৯ তম অল ইন্ডিয়া ইন্টার স্কুল ও সিনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ  - ফেডারেশন কাপ ২০২১ অনুষ্ঠিত হলো হাওড়ার দাসনগর আলামোহন দাস ইন্ডোর স্টেডিয়ামে। ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিৎ সেনের উদ্যোগে এবং অল ইন্ডিয়া সেইশিঙ্কাই সিতো-রিউ ক্যারাটে ফেডারেশনের পরিচালনায় ১৭ ও ১৮ ডিসেম্বর দেশের ১৬ টি রাজ্য থেকে প্রায় ১৮০০ প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সমস্ত কোভিড-বিধি মেনে এই প্রতিযোগিতা সুষ্ঠভাবে সম্পন্ন হয়।  পূর্ব বর্ধমান সেইশিঙ্কাইসিতো-রিউ ক্যারাটে এসোসিয়েশনের সভাপতি শিহান দেবাশিস কুমার মন্ডল জানিয়েছেন,  এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ৮ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে এবং মোট ১৩ টি পদক (২ টি সোনা, ৬ টি রুপো এবং ৫ টি ব্রোঞ্জ) জয়লাভ করে । পদক বিজয়ীরা হল শ্রেয়সী ঘোষ  (সোনা -  কাতা   ও   রুপো -  কুমিতে), ঈশানী গুপ্তা  (ব্রোঞ্জ -  কাতা ও সোনা -  কুমিতে ), শেখ  ইসথেকার  আলী  ( রুপো -  কাতা  ও রুপো -  কুমিতে ), রানা বাগ  ( রুপো -  কাতা ও ব্রোঞ্জ -  কুমিতে  ), চৈতালি গুইন (রুপো -  কাতা), সোহান মুখার্জী  ( রুপো -  কাতা ), অঞ্জনাভ সাধু  (ব্রোঞ্জ -  কাতা ও ব্রোঞ্জ -  কুমিতে ) এবং ধ্রুবজিৎ দত্ত (ব্রোঞ্জ – কাতা)।

দেবাশিসবাবু আরও জানান যে, দীর্ঘ  সময় পর অফলাইন প্রতিযোগিতায় আবার অংশগ্রহন করতে পেরে সকলে খুব খুশি।