Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অল ইন্ডিয়া ইন্টার স্কুল ও সিনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপে পূর্ব বর্ধমানের ১৩ টি পদক


 

অল ইন্ডিয়া ইন্টার স্কুল ও সিনিয়র ক্যারাটে  চ্যাম্পিয়নশিপে পূর্ব বর্ধমানের ১৩ টি পদক 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ১৯ তম অল ইন্ডিয়া ইন্টার স্কুল ও সিনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ  - ফেডারেশন কাপ ২০২১ অনুষ্ঠিত হলো হাওড়ার দাসনগর আলামোহন দাস ইন্ডোর স্টেডিয়ামে। ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিৎ সেনের উদ্যোগে এবং অল ইন্ডিয়া সেইশিঙ্কাই সিতো-রিউ ক্যারাটে ফেডারেশনের পরিচালনায় ১৭ ও ১৮ ডিসেম্বর দেশের ১৬ টি রাজ্য থেকে প্রায় ১৮০০ প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সমস্ত কোভিড-বিধি মেনে এই প্রতিযোগিতা সুষ্ঠভাবে সম্পন্ন হয়।  পূর্ব বর্ধমান সেইশিঙ্কাইসিতো-রিউ ক্যারাটে এসোসিয়েশনের সভাপতি শিহান দেবাশিস কুমার মন্ডল জানিয়েছেন,  এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ৮ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে এবং মোট ১৩ টি পদক (২ টি সোনা, ৬ টি রুপো এবং ৫ টি ব্রোঞ্জ) জয়লাভ করে । পদক বিজয়ীরা হল শ্রেয়সী ঘোষ  (সোনা -  কাতা   ও   রুপো -  কুমিতে), ঈশানী গুপ্তা  (ব্রোঞ্জ -  কাতা ও সোনা -  কুমিতে ), শেখ  ইসথেকার  আলী  ( রুপো -  কাতা  ও রুপো -  কুমিতে ), রানা বাগ  ( রুপো -  কাতা ও ব্রোঞ্জ -  কুমিতে  ), চৈতালি গুইন (রুপো -  কাতা), সোহান মুখার্জী  ( রুপো -  কাতা ), অঞ্জনাভ সাধু  (ব্রোঞ্জ -  কাতা ও ব্রোঞ্জ -  কুমিতে ) এবং ধ্রুবজিৎ দত্ত (ব্রোঞ্জ – কাতা)।

দেবাশিসবাবু আরও জানান যে, দীর্ঘ  সময় পর অফলাইন প্রতিযোগিতায় আবার অংশগ্রহন করতে পেরে সকলে খুব খুশি।