Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বাড়িতে ভাড়াটিয়া থাকলে থানায় জমা দিতে হবে ডকুমেন্টস


 


বাড়িতে ভাড়াটিয়া থাকলে থানায় জমা দিতে হবে ডকুমেন্টস


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বাড়িতে ভাড়াটিয়া থাকলে থানায় জমা দিতে হবে ডকুমেন্টস। শহর বর্ধমানে একটি চুরির ঘটনার কিনারার প্রেক্ষিতে পুলিশ এমনই নির্দেশিকা জারি করতে চলেছে। ইতিমধ্যেই বৃহস্পতিবার দুপুরের পর থেকে বর্ধমান থানার অন্তর্গত কেষ্টপুর এবং খাগড়াগড় এলাকায় পুলিশ এই মর্মে প্রচার শুরু করেছে। বাড়িতে ভাড়াটিয়া রাখতে গেলে ভাড়াটিয়ার পূর্ণাঙ্গ বিবরণ থানায় জমা দিতেই হবে। উল্লেখ্য বর্ধমান শহরের রথতলার বাসিন্দা নারায়ন চন্দ্র হাজরা থানায় অভিযোগ করেন তিনি দু'দিন বাড়িতে ছিলেন না। বুধবার ফিরে এসে দেখেন বাড়িতে চুরি হয়েছে। বর্ধমান থানায় তিনি চুরির অভিযোগ দায়ের করেন। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তাঁর বাড়ির ভাড়াটিয়া সংগ্রাম সাঁতরা কে বড়বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে একজোড়া সোনার বালা, একটি সোনার হার, একটি সোনার টায়রা, একটি সোনার নাকের নথ, একজোড়া সোনার কানের দুল, একটি সোনার আংটি ও নগদ ১৬ হাজার ৬০ টাকা উদ্ধার হয়। বৃহস্পতিবার আসামি সংগ্রাম সাঁতরা কে বর্ধমান আদালতে পাঠানো হয়। জানা গেছে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন চেয়ে।